রাজ্জাকের ১২ উইকেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আব্দুর রাজ্জাকের স্পিন ভেলকিতে নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রানে অল আউট হয়েছিল রংপুর বিভাগ। রাজ্জাক একাই ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন রংপুরকে। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হয় খুলনা।
৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও রাজ্জাকের তোপে ২১১ রানে অল আউট হয়েছে রংপুর। এবার রাজ্জাকের শিকার ৫ উইকেট। এর মধ্য দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪০ বার ইনিংসে ৫ উইকেট নিলেন রাজ্জাক।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নেয়ার ম্যাচটিকে বল হাতে স্মরণীয় করেই রাখলেন বাংলাদেশের অন্যতম সফল এই বাঁহাতি স্পিনার। ম্যাচে ১৪০ রানের বিনিময়ে ১২ উইকেট নেয়া রাজ্জাক ক্যারিয়ারে ১১তম বারের মতো ১০ বা ততোধিক উইকেট শিকার করেছেন।
জাতীয় ক্রিকেট লিগের এই ম্যাচে জিততে খুলনার লক্ষ্য দাঁড়িয়েছে ২০৩ রান। নাগালে লক্ষ্য পেয়ে শুরুটা ভালো হয়নি খুলনার। তাঁরা ৫২ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছে।
দলের হয়ে ইমরানুজ্জামান ১১ এবং এনামুল হক ২৩ রান করে অপরাজিত আছেন। জয়ের জন্য আরও একদিন হাতে আছে খুলনার।