গত ৩ সপ্তাহ ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ঃ মুশফিক
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত তিন সপ্তাহে ওলট-পালট হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। এই সময়টাকে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় হিসেবে বিবেচনা করছেন মুশফিকুর রহীম।
কদিন আগেই বিভিন্ন দাবিতে ধর্মঘট ডেকেছিলেন ক্রিকেটাররা। সব ধরনের ক্রিকেট থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছিলেন তাঁরা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি মেনে নিলে আবারও মাঠে ফিরে যান ক্রিকেটাররা।

এরপর হুট করেই সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর বাংলাদেশের ক্রিকেটকে এলোমেলো করে দেয়। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একটি জয় দরকার ছিল বলে মনে করেন মুশফিক। তাঁর বিশ্বাস ছিল একটি জয় সবার মুখে হাসি ফোটাতে পারে।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'আমার ১৫ বছরের ক্যারিয়ারে গত ২-৩ সপ্তাহ আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ছিল। আমি দেশ ছাড়ার আগে সবাইকে বলেছিলাম একটি জিনিসই আমাদের ভাল ছন্দে ফেরাতে পাবে, ভালো খেলা এবং একটি জয়। এটাই আমাদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে আমাদের দল এবং পুরো জাতিকে।'
রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকুটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে নাগপুরে আগামী রবিবার (১০ নভেম্বর)।