একটি ওভার টার্গেট করেছিলেন মুশফিক

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে মাত্র ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলা??েশকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, পেসারদের একটি ওভারকে তাঁরা টার্গেট করেছিলেন।
সেই লক্ষ্যে সফলও হয়েছে বাংলাদেশ। ভারতের পেসার খলিল আহমেদের করা ১৯তম ওভার থেকে ১৮ রান তুলেন মুশফিক-মাহমুদউল্লাহরা। এর মধ্যে টানা চার বলে চারটি চার মারের মুশফিক। মূলত এই ওভারেই ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'অনেক দর্শকের সামনে খেলা বিশেষ কিছু। আমি এবং সৌম্য কথা বলছিলাম, খেলাটাকে খুব কাছে নিয়ে যাওয়ার জন্য এবং পেসারদের বিপক্ষে একটি ওভারে ১৫-২০ রানের লক্ষ্য ঠিক করেছিলাম। কারণ স্পিনারদের মারা খুব কঠিন ছিল।'
তৃতীয় উইকেটে মুশফিককে সঙ্গে নিয়ে ৬০ রান যোগ করেন সৌম্য সরকার। ম্যাচ শেষে সঙ্গীকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক। এ ছাড়া নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবদেরও ম্যাচ জয়ের কৃতিত্ব দিয়েছেন তিনি।
'আমি মনে করি সৌম্য তাঁর কাজটা সত্যিই ভালো করেছে। নাঈমও শুরুতে ভালো খেলেছে, আমাদের বোলাররাও। একজন ক্রিকেটার হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি উন্নতির জন্য এবং আশা করছি বাংলাদেশের জন্য প্রতি ম্যাচেই ভালো খেলবো।'