আমরা হতাশ ছিলামঃ পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দিল্লির ভয়াবহ বায়ু দূষণের মধ্যে খেলতে হচ্ছে বাংলাদেশকে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে আলাপ করেও ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদলানো সম্ভব হয়নি। এতে বেশ হতাশ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

দিল্লির বায়ুর এমন বাজে অবস্থা সম্পর্কে আগে ধারণা ছিল না বিসিবির। পরিস্থিতি সম্পর্কে জানতে ভারত সফরে যান নাজমুল হাসানও। সেখানে গিয়ে দিল্লির বায়ুর দূষণ দেখে শঙ্কায় পড়েছেন তিনি। বিসিসিআইকে ভেন্যু পরিবর্তনের কথা বলা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
রবিবার দিল্লিতে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘সত্যি কথা বললে অনেক আগে জেনেছি তা না। শেষ মুহূর্তে যখন জেনেছি খারাপ অবস্থা, তখন ওদের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথম থেকেই ওরা বলছিল এটা আসলে শিফট করা যাবে না। ওরা বলছে অনেক দেরি হয়ে গেছে। এটা এখন আর বদলানো যাবে না।’
'এটা নিয়ে হতাশ ছিলাম। আজও ওদের সঙ্গে বসেছিলাম। ওরা যেটা বলছে সকাল থেকে যত বেলা গড়াবে পরিস্থিতি ভালো হবে। সন্ধ্যায় যখন খেলা শুরু হবে তখন অনেক ভালো থাকবে। ওরা বলেছে লাইটে সমস্যা হওয়ার কথা না।’ যোগ করেন তিনি।