রংপুরের বিপক্ষে রাজ্জাক-আল আমিনদের তাণ্ডব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে জাতীয় লিগের (এনসিএল) শুরুর দিন মাঠে নামা হয়নি রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের। দ্বিতীয় দিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। বোলিংয়ে নেমে রংপুরের চার ব্যাটসম্যানকে তুলে নেয় খুলনা। আর তাতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারকা সমৃদ্ধ এই দলটি।
রংপুরের বিপক্ষে রাজ্জাক-আল আমিনের তাণ্ডবঃ

রানের খাতা খোলার আগেই ওপেনার মাইশুকুর রহমানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান আল-আমিন হোসেন। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান হামিদুল ইসলামকেও (১৬) বোল্ড করে ফেরান খুলনার এই পেসার। ২৭ রান করা মাহমুদুল হাসানকে আউট করেছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুরঃ ৭৮/৪ (৩৪.৩ ওভার) (নাঈম ২৮*, তানবির ০*)