promotional_ad

মিঠুনের হাফ সেঞ্চুরি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ 'এ' দলঃ ১৭৮/৩, ওভার- ৪০.২


মিঠুন ৫০*, সোহান ২৫*; ফার্নান্দো ২/৩৮, করুনারত্নে ১/১৭


শ্রীলঙ্কা 'এ' দলঃ ৫০ ওভারে ২২৬/৯ (মেন্ডিস ৬১, পেরেরা ৫২; রনি ২/৪২, সানজামুল ২/৪৩)


মিঠুনের হাফ সেঞ্চুরিঃ দলের বিপর্যয়ে দারুণ ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। ৫০ রানে অপরাজিত আছেন তিনি। নিজের ইনিংসকে ৩ চার এবং ১ ছক্কায় সাজিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।



promotional_ad

তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন সোহান। তিনি ব্যাটিং করছেন ২৫ রানে। তাঁদের দুইজনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জয়ের জন্য ৫৮ বলে ৪৯ রান প্রয়োজন সফরকারীদের, হাতে রয়েছে সাত উইকেট।


আফিফের বিদায়ঃ বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছিলেন উইকেট। কিন্তু ব্যাট হাতে দলের জন্য ভালো ইনিংস উপহার দিতে পারেননি আফিফ হোসেন। দলকে বিপর্যয়ে ফেলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।


আফিফের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন নুরুল হাসান সোহান। অপরপ্রান্তে আছেন অধিনায়ক মিঠুন। ধীর গতিতে দলকে এগিয়ে নিচ্ছেন মিঠুন-সোহান।


নাঈমের বিধ্বংসী ব্যাটিংঃ শ্রীলঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার নাঈম শেখ। টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে দলের রান বাড়াচ্ছিলেন তিনি। 


কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলা নাঈমকে। আটটি চার হাঁকিয়েছেন এই বাঁহাতি। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত।


নাঈম মাঠ ছাড়ার পরপরই আউট হয়ে সাজঘরে ফেরেন শান্ত। ২১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। উইকেটে রয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং অলরাউন্ডার আফিফ হোসেন।



ফিরলেন সাইফঃ ২২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ 'এ' দল। সিরিজে ফিরতে হলে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। কিন্তু লক্ষ্য তাড়ার ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারিয়ে বসে স্বাগতিকরা।


মাত্র ৫ রান তুলতেই সাজঘরের পথ ধরেন সাইফ। তাঁকে ফিরিয়েছেন শিরান ফার্নান্দো। উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন নাজমুল হাসান শান্ত। অপরপ্রান্তে আছেন আরেক ওপেনার নাঈম শেখ।


সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে বাজভাবে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের সেরা পারফরম্যান্সতা করতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball