ফতুল্লায় তাইজুল-শফিউলদের ঝলক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রথম স্তরের ম্যাচে খেলতে নেমেছে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম।
ফতুল্লায় তাইজুল-শফিউলদের ঝলকঃ
হাফ সেঞ্চুরি করে বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি রনি। পাঁচটি চার ও দুটি ছক্কায় ১১৪ বলে ৬৩ রান করে শফিউল ইসলামের বলে বিদায় নেন তিনি। রনিকে ফেরানোর পর রকিবুল হাসানকেও (৮) বোল্ড করে ফেরান শফিউল।
এরপর অধিনায়ক শুভাগত হোমকে (১) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন তাইজুল। উইকেটরক্ষক মোহাম্মদ শাকিলকে (৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তৃতীয় উইকেট আদায় করেন শফিউলও।

এই মুহূর্তে ব্যাটিং করছেন তাইবুর রহমান (০*)। ঢাকা বিভাগের সংগ্রহ ৪৬.৫ ওভারে ছয় উইকেটে ১৩১ রান।
রনির হাফ সেঞ্চুরি, তাইজুলের দুই উইকেটঃ
মজিদ ফেরার পর রনি তালুকদারের সঙ্গে যোগ দেন জয়রাজ শেখ। দুজনে মিলে গড়েন ৮০ রানের জুটি। ব্যক্তিগত ৩৫ রানে তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন জয়রাজ। দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রনি।
তাইজুলের আঘাতঃ
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছে ম্যাচটি। উদ্বোধনী জুটিতে ২৯ রান করে ঢাকা বিভাগ। ১০ রানে থাকা আব্দুল মজিদকে ফিরিয়েছেন রাজশাহীর অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।
ঢাকা বিভাগঃ- আব্দুল মজিদ, রনি তালুকদার, জয়রাজ শেখ, শুভাগত হোম (অধিনায়ক), সুমন খান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, মোহাম্মদ শাকিল (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান ও সালাউদ্দিন শাকিল।
রাজশাহী বিভাগঃ- জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, জহুরুল ইসলাম (অধিনায়ক), অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শাকির হোসেন (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, শফিকুল ইসলাম, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম।