promotional_ad

অধিনায়ক হতে প্রস্তুত আছেন মাহমুদউল্লাহ

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নেতৃত্বে আগ্রহ নেই বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। এমন বক্তব্য সম্প্রতি বেশ কয়েকবারই শোনা গেছে তাঁর মুখে। সাকিব অধিনায়কত্ব ছাড়লে কে হবেন নতুন অধিনায়ক? এমন প্রশ্ন ভাসছে দেশের ক্রিকেট পাড়ায়।


সাকিব বলেছিলেন, তরুণদের দায়িত্ব নেয়ার সময় এসেছে। তবে অভিজ্ঞদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমেরও সামর্থ্য আছে নেতৃত্ব দেয়ার। মঙ্গলবার মাহমুদউল্লাহ জানিয়েছেন, সুযোগ পেলে দেশের হয়ে এই সম্মানের দায়িত্ব মাথা পেতে নিতে প্রস্তুত তিনি।



promotional_ad

টেস্ট এবং টি-টয়েন্টি ফরম্যাটে সাকিবের ডেপুটি সংবাদ সম্মেলনে বলেন, 'চ্যালেঞ্জ বলব না। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের। কে কীভাবে ভাবছে এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে যদি ওই ধরনের সুযোগ আসে তাহলে কেন নয়?'


বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৬ টেস্ট, ১৮৫ ওয়ানডে এবং ৮০ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। খেলোয়াড় হিসেবে অভিজ্ঞ হলেও নেতৃত্বে তেমন অভিজ্ঞতা নেই তাঁর।


২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ। যদিও সেটা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে।



সুযোগ পেলে এবার পুরোপুরিভাবেই অধিনায়কত্ব করতে রাজি মাহমুদউল্লাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball