ভারতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে সাইফরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৫ সেপ্টেম্বর (বুধবার) সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাইফ হাসানের দলের সামনে। কারণ এই ম্যাচ হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে অনূর্ধ্ব-২৩ দলকে।

২৩ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৪৯ রানের ব্যবধানে হেরেছে মাহিদুল ইসলাম, আরিফুল হকরা। এই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে গেছে সফরকারী দলটি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামীকালের ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নামবে দলটি।
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই হলেও ভারত চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে। ঘরের মাঠে ইতোমধ্যে সফরকারীদের দুই ম্যাচে হারিয়েছে তারা। আত্মবিশ্বাসে তাই অনেকটাই এগিয়ে ভারত অনূর্ধ্ব-২৩ দল।
সিরিজের গত দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়। যে কারণে পুরো ওভারের খেলা হয়নি। আগামীকালের ম্যাচেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সুতরাং, সেই চিন্তা মাথায় রেখেই মাঠে নামতে হবে দুই দলকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভির হাসান, শেখ মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন।