ভারতে সাইফদের রুদ্ধশ্বাস জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারে ৯ রান প্রয়োজন, হাতে এখনো ৪ উইকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পেসার আবু হায়দার রনির দুর্দান্ত বোলিংয়ে এই রান নিয়ে পারেনি ভারত অনূর্ধ্ব-২৩ দল। ৫ রানের জয় পায় সাইফ হাসানের দল। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারী দলটি।
শরৎ এবং অধিনায়ক প্রিয়াম গার্গের বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের বন্দরে প্রায় পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। ৩৮ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান শরৎ। প্রিয়াম খেলেছেন ৫১ বলে ৫৩ রানের ইনিংস।
বৃষ্টি আইনে পাওয়া ৩৬ ওভারে ২১৮ রানের লক্ষ্য তাড়ায় শুভ সূচনা পায় ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাসওয়াল এবং মাধবের ৭৭ রানের জুটি ভারতকে শক্ত ভিত গড়ে দেয়। ইনিংসের ১৬তম ওভারে উইকেটের দেখা পায় বাংলাদেশ। লেগ বিফোরের ফাঁদে ফেলে ৪৫ বলে ৩৪ রান করা জাসওয়ালকে ফেরান তানভীর ইসলাম।
আরেক ওপেনার মাধব ৫২ বলে ৩৪ রানের ইনিংস খেলে রানআউট হন। এরপর তিনে নামা ব্যাটসম্যান শরৎ এর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়েন রনি, মেহেদী হাসানরা। মাধবের বিদায়ের পর শরৎকে দারুণ সঙ দেন প্রিয়াম।
৭৯ রানের জুটি গড়েন এই দুইজন। এই জুটিতেই জয়ের প্রহর গুনতে থাকে ভারত। শরৎকে বোল্ড করেন সুমন খান। এরপর আবারো প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন এই পেসার। প্রিয়ামকে ফেরান সুমন এবং খেলায় নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ভারতীয় শেষের দিকের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি।
৩৬ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২১২ রানে থামে ভারত। বাংলাদেশ জয় পায় ৫ রানের। সফরকারীদের হয়ে দুটি করে উইকেট নেন রনি এবং সুমন খান। একটি উইকেট পান তানভীর।

এর আগে প্রথম ইনিংসে বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ। ওভার কমিয়ে ৩৬ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ওভার ব্যাটিং দুই উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃষ্টি আইনে ওভারে ২১৮ রানের লক্ষ্য দাঁড়ায় স্বাগতিকদের সামনে।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ। ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার সাইফ এবং মেহেদী। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
৩৬ বলে ২৫ রানের ইনিংস খেলে ভারতীয় বোলার হৃত্তিক শোকেনের হাতেই ক্যাচ তুলে দেন মেহেদী। প্রথম উইকেটের পতন ঘরে বাংলাদেশের। তিনে নামা ব্যাটসম্যান ফারদিন হোসেনের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আভাস দেন কাপ্তান সাইফ।
এর মাঝে নিজে তুলে নেন ৬৭ বলে হাফ সেঞ্চুরি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি সাইফ। ৯২ বলে ৬৪ রানে থামতে হয় তাঁকে। ৪ চার এবং এক ছক্কায় নিজের ইনিংসকে সাজিয়েছেন তিনি।
সাইফের বিদায়ের পর হাফ সেঞ্চুরির দিকে হাঁটতে থাকেন ফারদিন। ইনিংসের ৩৫তম ওভার এবং ফারদিন চল্লিশের ঘরে পা রাখলেই বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরবর্তীতে বৃষ্টি থামলে ৩৬ ওভারের ম্যাচ হবে বলে ঘোষণা দেন আম্পায়াররা।
নির্ধারিত ৩৬ ওভার ব্যাটিং করে দুই উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে সফরকারীরা। ফারদিন ৪৭ রানে এবং ইয়াসির আলী ৭ রানে অপরাজিত ছিলেন।
ভারত অনূর্ধ্ব- ২৩ দলের হয়ে দুটি উইকেটই নিয়েছেন হৃত্তিক। ৮ ওভার বোলিং করে ৩৯ রান খরচ করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ১৪৯/২, ওভার- ৩৬/৩৬
সাইফ ৬৪, ফারদিন ৪৭*; হৃত্তিক ২/৩৯
ভারত অনূর্ধ্ব-২৩ঃ ২১২/৭, ওভার-৩৬/৩৬
শরৎ ৫৫, প্রিয়াম ৫৩, রনি ২/৪৫, তানভীর ২/৪৪