দেয়ালে পিঠ আয়ারল্যান্ডের, আত্মবিশ্বাসী উইন্ডিজরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশাল জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের উড়ন্ত সূচনা করেছিল উইন্ডিজরা। পরের ম্যাচে অবশ্য বাংলাদেশের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে তাদের। আইরিশদের ১৯৬ রানে হারানোর পর বাংলাদেশের কাছে ৮ উইকেটের হার তাদেরকে ভাবনায় ফেলেছে পরের ম্যাচগুলোর জন্য।
তাই তো ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে জেসন হোল্ডারের দল। ফাইনালের আগে হাতে থাকা দুটি ম্যাচেই জিততে চায় তারা। সেই সঙ্গে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়াই লক্ষ্য জেসন হোল্ডারের দলের।
'আমি খুবই ইতিবাচক এবং আশাবাদী যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এরপরের ম্যাচ আমাদের বাংলাদেশের সঙ্গে। তাঁদের সঙ্গে দ্বিতীয় বারের দেখায় আশা করছি আগের ম্যাচের তুলনায় আরও ভালো পারফর্মেন্স করতে পারবো।'
সেই লক্ষ্যেই শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে দলটি। ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি।

উইন্ডিজদের মত আয়ারল্যান্ডের লক্ষ্যও ঘুরে দাঁড়ানো। কারণ পয়েন্ট টেবিলে তলানিতে আছে উইলিয়াম পোটারফিল্ডের দল। হাতে থাকা দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিততে হবে তাদের ফাইনালের টিকিট পেতে হলে।
তাই উইন্ডিজদের বিপক্ষে বাড়তি চাপে থাকবে স্বাগতিক আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ১৯৬ রানে হারার পর বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়েছে তাদের।
যেকারণে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আইরিশদের। সব মিলিয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা দলটির সামনে জয় ছাড়া বিকল্প নেই। ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু মাথায় আনছে না আইরিশরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইন্ডিজদের হয়ে নজরে থাকবেন ওপেনার শাই হোপ। পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম ম্যাচে খেলেছেন ১৭০ রানের ইনিংস আর দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের বিপক্ষে করেছেন ১০৮ রান। তাই হ্যাট্রিক সেঞ্চুরি তুলে নেয়াই লক্ষ্য থাকবে তাঁর।
আইরিশদের হয়ে নজরে থাকবেন অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। দলকে জয়ের মুখ দেখাতে হলে তাঁকে বড় ইনিংস খেলতেই হবে। তাই বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।
আয়ারল্যান্ড স্কোয়াডঃ আয়ারল্যান্ড স্কোয়াড: উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যাঙ্কিন, পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, লর্কান টাকার, গ্যারি উইলসন।
উইন্ডিজ স্কোয়াডঃ জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেয়মন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রস্টোন চেজ, শেন ডাওরিচ এবং জোনাথন কার্টার।