বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চায় উইন্ডিজরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পাত্তাই পায় নি উইন্ডিজরা। ব্যাটসম্যানরা ভালো করলেও বোলারদের হতাশাজনক পারফর্মেন্সের কারণে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জেসন হোল্ডারের দলকে। তাই টাইগারদের বিপক্ষে দ্বিতীয় দেখায় ভালো পারফর্ম করতে চায় ক্যারিবিয়ানরা।
আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম ম্যাচে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে হেরে বসে উইন্ডিজরা। তাই দলপতি জেসন হোল্ডারের চোখ হাতে থাকা বাকি দুটি ম্যাচের দিকে। ভালো খেলেই ফাইনালের টিকিট পেতে চায় দলটি।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে জেসন হোল্ডারের দল। যেকোনো মূল্যে আইরিশদের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে মরিয়া এখন তাঁরা। হোল্ডার জানান,
'আমি খুবই ইতিবাচক এবং আশাবাদী যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এরপরের ম্যাচ আমাদের বাংলাদেশের সঙ্গে। তাঁদের সঙ্গে দ্বিতীয় বারের দেখায় আশা করছি আগের ম্যাচের তুলনায় আরও ভালো পারফর্মেন্স করতে পারবো।'
উইন্ডিজ খেলোয়াড়রা শেষ দুই ম্যাচের জন্য বাড়তি পরিশ্রম করছে। বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজরা যে যে ভালো খেলেনি তা অধিনায়ক হোল্ডার নিজ মুখেই শিকার করেছেন। তাঁর ভাষায়,
'এখন পর্যন্ত আমরা যেভাবে এগিয়েছি তাতে আমি সন্তুষ্ট। দলের সবাই বাড়তি পরিশ্রম করছে এখন। বাংলাদেশের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি।
'সেই ম্যাচের পর আমরা অনেক কিছু নিয়েই আলাপ আলোচনা করেছি। ভুল ত্রুটি শুধরে কিভাবে উন্নতি করা যায় এগুলো নিয়েই কথা হয়েছে বেশী।'