promotional_ad

অ্যাশেজের দুয়ার খুলছে আর্চারের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেস বোলিং অলরাউন্ডার জোফরা আর্চারকে মনে ধরেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না হলেও বড় পুরস্কার পেতে পারেন তিনি, চমক হিসেবে থাকতে পারেন ইংল্যান্ডের অ্যাশেজ দলে।


আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আর্চার এখন পর্যন্ত ২৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন কাউন্টি দল সাসেক্সের হয়ে। ২৮ ম্যাচেই ১৩১ উইকেট শিকার করেছেন তিনি, ছোট্ট ক্যারিয়ারে ৫বার পাঁচ উইকেট পেয়েছেন এই পেসার।



promotional_ad

সাদা বলের পাশাপাশি লাল বলেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। অ্যাশেজের স্কোয়াড নির্বাচনের জন্য এখন থেকেই সবার ওপর নজর রেখেছেন ইংলিশ কাপ্তান রুট। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর্চারের পারফর্মেন্সের দিকে চেয়ে আছেন তিনি। 


'দল নির্বাচনের জন্য কাউন্টি ক্রিকেটেই সবার নজর থাকে। কে ভালো ফর্মে আছে, কে ভালো খেলছে সব জেনে নেয়া যায়। অ্যাশেজের এবং ভবিষ্যতের জন্য সুপ্ত প্রতিভা খুঁজে বের করা জায়গা এটাই। যেহেতু সামনে অ্যাশেজ তাই আমি সবার ওপরেই নজর রেখেছি। 


'একটু বাড়তি কিছু করলেই সুযোগ রয়েছে দলে সুযোগ করে নেয়ার। অ্যাশেজ সবচেয়ে বড় পুরস্কার যে কোন ক্রিকেটারের জন্য। আর্চার এমন ক্রিকেটার যে সব ম্যাচেই খেলতে চায়। সব সময়ই উন্নতির চেষ্টা থাকে তাঁর। তাই আসন্ন কয়েকটি ম্যাচে সে কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়।'



আর্চারের জন্য এখনো সুযোগ রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করলে সুযোগ মিলতেও পারে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball