মেলবোর্নে জয়ের অপেক্ষায় ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেলবোর্ন টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের ফিফটিতে ৮ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ১৪১ রান। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে ভারতের প্রয়োজন মাত্র দুই উইকেট।
চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নামা ভারত ৮ উইকেটে ১০৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। দিনের শুরুতে দেখে শুনে খেললেও আগের দিনের অপরাজিত ওপেনার মায়াঙ্ক আগারওয়াল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪৪ রানে। তাঁকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট তুলে নেন কামিন্স।
খানিক পর জাদজাকেও ফিরিয়ে দেন কামিন্স। ৭ উইকেট হারিয়ে বসা ভারতের ইনিংস এরপর বেশি লম্বা করতে পারেন নি রিশাভ পান্ত। ৩৩ রান করে জশ হ্যাজেলউডের দ্বিতীয় শিকার হয়ে পান্ত ফিরলে ৩৯৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কোহলি। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স একাই নেন ৬ উইকেট।
৩৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ওপেনার অ্যারন ফিঞ্চকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। বুমরাহর বলে স্লিপে ভিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর উসমান খাওয়াজার সঙ্গে ২৭ রান স্কোরবোর্ডে যোগ করেন আরেক ওপেনার মার্কাস হ্যারিস। ব্যক্তিগত ১৩ রানে শর্ট লেগে মায়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে জাদেজাকে উইকেট বিলিয়ে দেন হ্যারিস।

মার্শ এবং খাওয়াজা মিলে হাল ধরলেও ৩৩ রান করে দলীয় ৬৩ রানে শামির বলে লেগ বিফরের ফাঁদে পড়ে খাওয়াজা। ৩ উইকেট হারিয়ে বসলেও শন মার্শ এবং ট্রাভিস হেডের ব্যাটে রানের চাকা সচল রাখে অজিরা। কিন্তু বোলিংয়ে এসে মার্শকে লেগ বিফরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন বুমরাহ। খানিকপর মিচেল মার্শকে প্যাভিলিয়নের পথ দেখান জাদেজা।
৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ বাঁচানোর চিন্তায় বড় বাধা হয়ে দাঁড়ান ইশান্ত শর্মা। ট্রাভিস হেডকে বোল্ড করে অজিদের আরও ব্যাকফুটে ঠেলে দেন তিনি। অধিনায়ক টিম পেইনও বেশীক্ষণ উইকেটে থিতু হতে পারেন নি। রিশাভ পান্তকে জাদেজার বলে ক্যাচ দিয়ে ফেরেন পেইন। স্টার্ককে ১৮ রানে থাকা অবস্থায় বোল্ড করে ভারতকে জয়ের আরও কাছে নিয়ে যান পেসার শামি।
কিন্তু শেষ ঘন্টায় ভারতকে ভুগিয়েছেন প্যাট কামিন্স এবং লাথান লায়ন। লায়নের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ার পাশাপাশি অর্ধশতক হাঁকিয়ে অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রাখেন কামিন্স। দিন শেষে ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
এর আগে প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৪৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে অস্ট্রেলিয়া অল আউট হয় মাত্র ১৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ৪৪৩/৭ (১৬৯.৪ ওভার) (পূজারা ১০৬, কোহলি ৮২), (কামিন্স ৩/৭২)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১৫১ অলআউট (৬৬.৫ ওভার) (পেইন ২২, মার্কাস হ্যারিস ২২) (জাস্প্রিত বুমরাহ ৬/৩৩)
ভারত দ্বিতীয় ইনিংসঃ ১০৬/৮ (৩৩.৩ ওভার) (পান্ত ৩৯, আগারওয়াল ৪৪), (কামিন্স ৬/২৭)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ২৫৮/৮ (৮৫ ওভার) ( কামিন্স ৬১*, লায়ন ৬*), (৩/৮২)