ইনজুরিতে বছর শুরু, ইনজুরিতেই শেষ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক এবং মিডেল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর আগে বছরের শুরুতেও একই ইনজুরিতে পড়েছিলেন তিনি।
চতুর্থ দিন ব্যক্তিগত ১৪ রানে ব্যাটিংয়ের সময় চোট পান ম্যাথিউস। যদিও এরপর ব্যাটিং চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু চা বিরতির পর আর ব্যাটিংয়ে নামেন নি তিনি। ২২ রানে অপরাজিত থেকে বর্তমানে মাঠের বাইরে আছেন এই লঙ্কান।

দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামবেন নাকি সেটা এখনও নিশ্চিত করা যাচ্ছেনা। যদিও প্রথম পর্যায়ে দেখে ইনজুরি বেশ গুরুতর মনে হয়েছিল। জানা গিয়েছে ইনজুরির বিষয়ে জানতে তাঁকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হবে।
চোট গুরুতর হলে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না এই লঙ্কান। সেই সঙ্গে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শ্রীলংকাকে। যদিও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখনও তাঁর ইনজুরির ব্যাপারে চূড়ান্ত কোন তথ্য দেয় নি।
চলতি বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে এসে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ম্যাথিউস। যেকারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এবার বছরের শেষটাও ইনজুরি দিয়েই করলেন এই ডানহাতি ব্যাটসম্যান।