শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় আছে বিসিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন বারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে। উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য আব্দুর রাজ্জাকের দলের প্রয়োজন মাত্র ৫ উইকেট। দক্ষিণাঞ্চল থেকে ৬২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে জহুরুল ইসলামের দল।
দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান। জিয়াউর রহমান ১৫ এবং ধিমান ঘোষ ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করে সাজঘরে ফিরেছেন জুনায়েদ সিদ্দিকি।
এই ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবে দক্ষিণাঞ্চল। তবে ম্যাচ ড্র হলে বা হেরে গেলে প্রথমবারের মত শিরোপা জিতবে পূর্বাঞ্চল। তৃতীয় দিন মধ্যাঞ্চলের বিপক্ষে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে দলটি। তাই শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় আছে বিসিএল।
এর আগে তৃতীয় দিন সকালে ৫ উইকেটে ৪০৭ রান নিয়ে খেলতে নেমে ৫৪১ রানে অল আউট হয় দক্ষিণাঞ্চল। আগের দিন ১৫৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ওপেনার আনামুল হক বিজয় দিনের প্রথম সেশনে বিদায় নেন ব্যক্তিগত ২০০'র কাছে গিয়ে।

১৮০ রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় দিন ১০৭ রান নিয়ে অবসরে যাওয়া সেঞ্চুরিয়ান আল আমিনও ফেরেন ১২৮ রানে। শেষ দিকে অধিনায়ক আব্দুর রাজ্জাক ৩৫ রান যোগ করলে ৫৪১ রানে গিয়ে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। উত্তরাঞ্চলের পক্ষে সানজামুল ইসলাম ১৫৮ রান দিয়ে নেন ৬ উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই ২ ব্যাটসম্যানকে হারিয়ে বসে উত্তরাঞ্চল। এরপর নাঈম ইসলাম এবং অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকি মিলে হাল ধরেন। দুজন মিলে জুটি গড়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন। দুজনই তুলে নেন ফিফটি।
কিন্তু দলীয় ১৪৪ রানে নাঈম ৬৭ করে বিদায় নিলে জুনায়েদও খানিক পর ফেরেন সাজঘরে। ৭৭ রানে জুনায়েদের বিদায়ে ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দক্ষিণাঞ্চল। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে দিন শেষ করে উত্তরাঞ্চল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে আরিফুল হকের ৯৮ রানের উপর ভর করে ২৯৩ রানে অল আউট হয়েছিল উত্তরাঞ্চল। এছাড়া জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ৬৯ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে আব্দুর রাজ্জাক ৬৯ রান দিয়ে নেন ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩ অল আউট (৮৩.৪ ওভার) (আরিফুল ৯৮, জিয়াউর ৬৯) (রাজ্জাক ৭/৬৯)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫৪১ অল আউট (১২৫.৩ ওভার) (এনামুল হক ১৮০, আল আমিন জুনিয়র ১২৮), (সানজামুল ৬/১৫৮)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ১৮৬/৫ (৫৮ ওভার) (জুনায়েদ ৭৭, নাঈম ৬৭) (মনির ১/২৬, নাহিদুল ১/৮)