promotional_ad

১৯ বলেই রেকর্ড ছুঁলেন স্টেইন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৪২১ উইকেট নিয়ে দক্ষিন আফ্রিকার সাবেক অধিনায়ক শন পলকের পাশে দাঁড়িয়ে ছিলেন ডেল স্টেইন। তবে পলককে ছাড়িয়ে যেতে বেশি সময় নেন নি তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই নিজের চতুর্থ ওভারে অর্থাৎ নিজের ১৯তম বলে ওপেনার ফখর জামানকে ফিরিয়ে পলককে ছাড়িয়ে গিয়েছেন এই প্রোটিয়া।


৮৯ টেস্টে ২২.৮৯ গড়ে এখন ৪২২ উইকেটের মালিক স্টেইন। যেখানে ২৬ বার ৫ উইকেট এবং ৫ বার নিয়েছেন ১০ উইকেট। ৪২২ উইকেট নিয়ে এখন টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১১ নম্বরে আছেন তিনি।


promotional_ad

১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত শন পলক দক্ষিন আফ্রিকার হয়ে খেলেছেন ১০৮টি টেস্ট। যেখানে ডানহাতি এই পেসার নিয়েছেন ৪২১ উইকেট। তাঁকে ছাড়িয়ে যাওয়ায় দক্ষিন আফ্রিকার পক্ষে এখন টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার স্টেইন।   


ডানহাতি এই পেসারের সামনে সুযোগ রয়েছে চলতি সিরিজেই সেরা দশে জায়গা করে নেয়ার। এমনকি সিরিজ শেষে এই তালিকায় সাত নম্বরেও উঠে আসতে পারেন এই প্রোটিয়া। তবে সেটার জন্য স্টেইনের প্রয়োজন আরও ১৩টি উইকেট।


টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ৪৩৪ উইকেট নিয়ে ৭ নম্বরে আছেন ভারতের কপিল দেব। চলতি সিরিজে আর ১৩ উইকেট নিলেই কপিলকেও ছাড়িয়ে যাবেন তিনি। শুধু কপিলই নন, স্টেইন পেছনে ফেলবেন রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ এবং স্টুয়ার্ট ব্রডদের। 
 
টেস্টে ৮০০ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন শেন ওয়ার্ন। ৬১৯ উইকেট নিয়ে ভারতের অনিল কুম্বলে আছেন তিন নম্বরে।


প্রথম তিন জন স্পিনার হলেও ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ৫৬৫ উইকেট নিয়ে আছেন তালিকার চতুর্থ স্থানে। ৫৬৩ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা পাঁচে এবং ছয় নম্বরে ৫১৯ উইকেট নিয়ে আছেন উইন্ডিজ কিংবদন্তী কোর্টনি ওয়ালশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball