বছরের সেরা দশে মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এছাড়া বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশের মধ্যে আছেন তিনি।
১৯টি ওয়ানডে ম্যাচে মোট ৫৫ গড়ে ৭৭০ রান করে দশ নম্বরে অবস্থান মুশফিকের। যেখানে ১টি শতক এবং ৫টি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে। ওয়ানডেতে এবছর সর্বোচ্চ রানের মালিক ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

মুশফিকের চেয়ে ৫ ম্যাচ কম খেলে ১২০২ রান করেছেন তিনি। ১৩৩.৫৫ গড়ে ৬টি শতক এবং ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন এই রান মেশিন কোহলির পরেই আছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা।
১০৩০ রান করেছেন মোট ১৯ ম্যাচে যেখানে তাঁর গড় ৭৩.৫৭। এবছর ৫টি শতক এবং ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ওপেনার। রোহিতের চেয়ে ৫ রান কম করে তিন নম্বরে আছেন ইংলিশ উইকেট রক্ষক জনি বেয়ারস্টো।
১০২৫ রান নিয়ে তিন নম্বরে থাকা বেয়ারস্টো এবছর ৪টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকিয়েছেন। এই তালিকায় চার নম্বরে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট (২৪ ম্যাচে ৯৪৬ রান), পাঁচ নম্বরে অবস্থান জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের (২১ ম্যাচে ৮৯৮ রান)।
ভারতের শেখর ধাওয়ান (১৯ ম্যাচে ৯৮৯), ইংল্যান্ডের জেসন রয় (২২ ম্যাচে ৯৮৪), পাকিস্তানের ফখর জামান (১৭ ম্যাচে ৮৭৫), উইন্ডিজদের শেই হোপ (১৮ ম্যাচে ৮৭৫) রান করে বছরের সেরা দশ রানসংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে আছেন।