বিপিএলে সেঞ্চুরির অপেক্ষায় বোলার সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসরেই প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে পারেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। এই ক্লাবে প্রবেশ করতে বাঁহাতি এই স্পিনারের প্রয়োজন মাত্র ১৭ উইকেট।
এখন পর্যন্ত ৬২ ম্যাচে ৬.৬১ ইকোনমি রেটে মোট ৮৩টি উইকেট নিয়েছেন সাকিব। যেখানে ২ বার চার উইকেট নেয়ার কীর্তি রয়েছে তার। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এই ডাইনামাইটস অধিনায়ক।

এছাড়া বিপিএলে একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০০ রান এবং ৫০'র উপর উইকেট নেয়া এক মাত্র ক্রিকেটারও এই বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ৬২ ম্যাচে ৩টি ফিফটি হাঁকিয়ে ১৩৪.১৭ স্ট্রাইকরেটে রান ১১৮২ রান করেছেন তিনি আর বল হাতে নিয়েছেন ৮৩ উইকেট।
সাকিবের পর বিপিএলের সেরা বোলারদের তালিকায় দুই নম্বরে আছেন উইন্ডিজ পেস বোলিং অলরাউন্ডার কেভন কুপার। যদিও এবারের আসরের জন্য তাঁকে দলে ভেড়ায় নি কোন ফ্র্যাঞ্চাইজি। মোট ৩৯ ম্যাচে ৬.৩৩ ইকোনমি রেটে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।
৫০ ম্যাচে ৫৪ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন শফিউল ইসলাম। ৫১ উইকেট নিয়ে শফিউলের পরে অবস্থান করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৬০ ম্যাচে তার ইকোনমি রেট ৬.৭৭।
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মাদ নবির অবস্থান পঞ্চম। ৩৮ ম্যাচে ৮.২২ ইকোনমি রেটে ৪৮ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের এই সাবেক অধিনায়ক।