promotional_ad

সাব্বিরের দুঃখ প্রকাশ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না টাইগার হার্ড হিটার সাব্বির রহমানের। মাঠের বাইরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ক্রিকেটারের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সামালোচিত ক্রিকেটার তিনিই।


সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রানের ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরই ভক্তদের ফেসবুক পোস্টে মেজাজ হারিয়ে ইনবক্সে গালাগালি করেছেন সাব্বির।


এমনটাই অভিযোগ উঠেছে। এবার সিরিজ জয় শেষে ফেসবুকে নিজের অবস্থান পরিস্কার করলেন সাব্বির। দুঃখ প্রকাশ করেছে এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত একাউন্টটি হ্যাক হয়েছিল। সাম্প্রতিক ঘটনার জন্য নিজেকে নির্দোষ দাবি করেছেন এই তারকা। তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে ইংরেজী ও বাংলায় একটি পোস্টে লিখেছেন, 



promotional_ad

'সবাইকে জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ কারণে কিছুদিন যাবত আমাকে ঘিরে কিছু অপ্রিতিকর ঘটনার জন্ম হয়েছে, যার মূলে আমি নই। সেজন্যে আমি ভক্তদের কাছে গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। আমার অনুরাগীদের ভালোবাসাকে আমি যতটা সম্মান করি, ততটা আমি বুঝতে পারি যে আমার খারাপ পারফরম্যান্সের জন্য আমার সমালোচনা করা হবে।'


নিজের পারফর্মেন্সের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন সাব্বির রহমান। ভবিষ্যতে আরও সিরিজ জয়ের জন্য ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের এই হার্ডহিটার ব্যাটসম্যান।


'আমি আমার খেলার উন্নতি ঘটাতে সত্যিই কঠোর পরিশ্রম করছি। আমার জন্য সবাই প্রার্থনা করুন এবং আমি যতটা সম্ভব চেষ্টা করব। আমি আরও বলব যে, আজ (গতকাল) আমরা বিদেশের মাটিতে অসাধারণ এক সিরিজ জিতেছি। এজন্য আমরা গর্বিত। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও আপনাদের এমন জয় উপহার দিতে পারি। আলহামদুলিল্লাহ!'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball