চমক নেই টাইগারদের একাদশে

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুটি ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপান্তরিত হয়েছেন।
প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় মাত্র ৩ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে মাশরাফি বিন মর্তুজার দল।

শেষ ম্যাচ জিতে দুই দলই সিরিজ নিশ্চিত করতে চায়। এই ম্যাচের শুরুটে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। এই ম্যাচে কোনো পরিবর্তন নেই বাংলাদেশ দলের একাদশে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, কিরণ পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শেলডন কটরেল, দেভেন্দ্র বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।