লক্ষ্যটা এখন আরও বড় টাইগ্রেসদের

ছবি:

নেদারল্যান্ডসে আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে মূল পর্বেও পা রেখেছে রুমানা আহমেদের দল।
দারুণ এই অর্জনে আনন্দে উদ্বেলিত টাইগ্রেস দলপতি রুমানা। স্কটিশদের হারানোর সকল কৃতিত্ব দলের ব্যাটসম্যান এবং বোলারদেরকেই দিয়েছেন তিনি। ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছেন বলে ১২৫ রানের পুঁজি দাঁড়া করাতে সক্ষম হয়েছিলো দল উল্লেখ করে রুমানা বলেন,
'আমাদের ব্যাটসম্যানেরা ভালো করেছে ১২৫। টি টুয়েন্টি ক্রিকেটে এটি খুব একটা খারাপ সংগ্রহ নয়। আমাদের বোলিং সাইডও যথেষ্ট শক্তিশালী। সুতরাং আমাদের ভাবনাতে জয়ই ছিলো। '

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্যও এখন মুখিয়ে আছেন রুমানা। আর বিশ্বকাপের মঞ্চের খেলার যে রোমাঞ্চ সেটি স্পষ্টতই তার চোখে মুখে ফুটে উঠলো কথা বলার সময়। টাইগ্রেস দলপতির ভাষায়,
'আমরা অনেক বেশি রোমাঞ্চিত। আমরা এই সময়টির জন্য অপেক্ষা করছি। এর আগে আমরা ২০১৬ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে খেলেছিলাম, এবার এই বছরের বিশ্বকাপের জন্যেও অপেক্ষায় আছি।'
তবে বিশ্বকাপের খেলার সুযোগ পাওয়াটাকেই সবকিছুর শেষ দেখতে নারাজ রুমানা। জানিয়েছেন শনিবার বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাদের পরবর্তী লক্ষ্য। এই ম্যাচে জয় দিয়ে ট্রফি উঁচু করে ধরতে চান তারা। পাশাপাশি সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদও দিয়েছেন রুমানা আহমেদ। বলেছেন,
'আমাদের প্রথম লক্ষ্য ছিলো কোয়ালিফাই করা। তবে এখন লক্ষ্য হলো ট্রফি জয়। দেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনারা সর্বদা সমর্থন দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। আর আপনাদের সমর্থন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমরা আগামী টি টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছি। সুতরাং আমাদের জন্য দোয়া করবেন। সেখানে আমরা যেন বড় কিছু করতে পারি।'