promotional_ad

কোহলিকে টপকে গেলেন শোয়েব মালিক

promotional_ad

জিম্বাবুয়ে, পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নেমেছে সফরকারী পাকিস্তান এবং স্বাগতিক জিম্বাবুয়ে। 


আর এই ম্যাচে খেলতে নেমে দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। আন্তর্জাতিক টি টুয়েন্টি ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 


এদিন শুরুতে টসে জিতে পাকিস্তানিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এরপর খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় স্কোর দাঁড়া করায় পাকিস্তানিরা।



promotional_ad

ব্যাট হাতে মাত্র ২৪ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। আর এই ইনিংসটি খেলার মাধ্যমেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তৃতীয়তে উঠে আসলেন এই অলরাউন্ডার। 


আজকের ম্যাচটি সহ মালিকের সংগ্রহ ৯৯ ম্যাচে ২০২৬ রান। যেখানে রয়েছে ৭টি হাফসেঞ্চুরি। বর্তমানে মালিকের সামনে শুধু রয়েছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম এবং মার্টিন গাপটিল।


৭৫টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে ২২৭১ রান নিয়ে সবার ওপরে অবস্থান গাপটিলের। আর ৭০ ম্যাচে ২১৪০ রান সংগ্রহ করেছিলেন দ্বিতীয়তে থাকা সাবেক কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম। 



এদিকে শোয়েব মালিকের পরের দুই অবস্থানে আছেন ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এখন পর্যন্ত ৫৯টি ম্যাচে ১৯৯২ রান সংগ্রহ করেছেন ভারতের রান মেশিন খ্যাত কোহলি। অপরদিকে ৮১ ম্যাচে ১৯৪৯ রান নিয়ে পঞ্চমে অবস্থান রোহিতের।


আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকা (সেরা পাঁচ)


ব্যাটসম্যান দেশ ম্যাচ সংখ্যা গড় রান সংখ্যা
মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ৭৫ ৩৪.৪০ ২২৭১
ব্র্যান্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড ৭১ ৩৫.৬৬ ২১৪০
শোয়েব মালিক* পাকিস্তান ৯৯* ৩১.৬৫ ২০২৬
বিরাট কোহলি  ভারত ৫৯ ৪৮.৫৮ ১৯৯২
রোহিত শর্মা  ভারত ৮১ ৩১.৫৩ ১৯৪৯


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball