promotional_ad

টাইগারদের দায়িত্ব নিচ্ছেন ম্যাকেঞ্জি, তবে...

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শ হিসেবে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জির দায়িত্ব পাওয়ার খবর বর্তমানে গণমাধ্যমের হট টপিক। কয়েকদিন আগেই বিসিবির কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছিলো দ্রুতই টাইগারদের সাথে যোগ দিতে যাচ্ছেন ম্যাকেঞ্জি। 


তবে সেই সময়টি আদতে কবে সেটি নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিসিবির অনেক কর্মকর্তা বলছেন চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই নাকি বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। 


কিন্তু এসব বক্তব্যের কোনওটিই নিশ্চিত নয়। ম্যাকেঞ্জির নিয়োগ প্রসঙ্গে এখন পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি বিধায় বিষয়টি যে এখনও ঝুলেই থাকছে তা বলাই বাহুল্য। 



promotional_ad

এর আগে হেড কোচ নিয়োগের ক্ষেত্রেও বেশ কয়েকবার নানা জনের নিয়োগ পাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো গণমাধ্যমে। কখনো শোনা গিয়েছিলো রিচার্ড পাইবাস কিংবা ফিল সিমন্স যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাথে। 


কিন্তু শেষ পর্যন্ত তেমন হাইপ্রোফাইল কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়নি বিসিবি। বরং স্টিভ রোডসের মতো মধ্যম মানের একজন কোচকেই বাছাই করেছে তারা। এবার ম্যাকেঞ্জির ক্ষেত্রেও তেমনটি হবে কিনা সেটাই দেখার বিষয়। 


মোট কথা আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগ পাওয়ার খবর না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না।  এই বিষয়ে যেমন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও কিছু বলতে পারেননি।



তিনি জানিয়েছেন তাঁর কাছে কোনও আপডেট নেই ম্যাকেঞ্জির নিয়োগের ব্যাপারে। জালাল ইউনুস বলেছেন,  'আমিতো কদিন দেশেই ছিলাম না। তাই ব্যাটিং কোচ বিষয়ের আপডেট আমার জানা নেই।’


সুতরাং সবদিক বিবেচনা করে বলা যায় ম্যাকেঞ্জি ঠিক কবে নাগাদ দায়িত্ব নিবেন সেটি জানার জন্য ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। হয়তো চলমান সফরের পরেও হয়তো আসতে পারেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball