promotional_ad

আততায়ীর গুলিতে নিহত ধনঞ্জয়ার বাবা

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলতে যেতে শুক্রবার দিনই দলের সঙ্গে রওনা দেওয়ার কথা ছিল লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভার। কিন্তু বৃহস্পতিবার রাতে নির্মমভাবে খুন হয়েছেন তার বাবা।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ই মে) রাত ৮.৩০ এর দিকে ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা কলম্বোর রাস্তায় আততায়ীর গুলিতে নিহত হন। পেশায় তিনি ছিলেন দেহিওয়ালা এমটি লাভিনিয়া সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর।



promotional_ad

গত ফেব্রুয়ারিতেই নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে তাকে, এমনটাই মতবাদ পুলিশের। কালুবলিয়া হাসপাতালে তার মৃত দেহ নেওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।


ধনঞ্জয়ার বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন লঙ্কান দলের অনেক ক্রিকেটার। আর তাৎক্ষনিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ধনঞ্জয়া। এখনো অবশ্য লঙ্কান বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।



এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে লংকান দলটি দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক ওভালে ৬ই জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ই জুন। বার্বাডোজের কেনসিংটন ওভালে ২৩ জুন শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচটি দিবা-রাত্রির টেস্ট হবে বলে এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball