তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিডের পাহাড়

ছবি:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৪০২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনও অস্ট্রেলিয়ার হাতে আছে ১ উইকেট।
তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রানে ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন ব্যানক্রফট ৫৩, অধিনায়ক স্টিভ স্মিথ ৩৮ ও শন মার্শের ব্যাট থেকে এসেছে ৩৩ রান।
১৭ রান নিয়ে প্যাট কমিন্স ও হ্যাজেলউড ৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। চতুর্থ দিনে লিড বাড়িয়ে নিতে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া।
এর আগে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ১৮৯ রানে। প্রথম অস্ট্রেলিয়ার করা ৩৫১ রানের জবাবে। প্রোটিয়ারা মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় নিজেদের প্রথম ইনিংসে।

সংক্ষিপ্ত স্কোর
তৃতীয় দিন শেষে ৪০২ রানের লিডে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৫১ (১১০.৪ ওভার)
ক্যামেরন ব্যানক্রফট ৫, ডেভিড ওয়ার্নার ৫১, উসমান খাজা ১৪, স্টিভেন স্মিথ ৫৬, শন মার্শ ৪০, মিচেল মার্শ ৯৬, টিম পেইনে ২৫, প্যাট কামিন্স ৩, মিচেল স্টার্ক ৩৫, নাথান লায়ন ১২, জস হ্যাজলেউড ২*; মরনি মরকেল ০/৭৫, ভারনন ফিল্যান্ডার ৩/৫৯, কেশভ মহারাজ ৫/১২৩, কাগিসো রাবাদা ২/৭৪, এইডেন মার্করাম ০/২, থিউনিস ডি ব্রুইন ০/৬)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬২ (৫১.৪ ওভার)
(ডেন এলগার ৭, এইডেন মার্করাম ৩২, হাশিম আমলা ০, এবি ডি ভিলিয়ার্স ৭১*, ফাফ ডু প্লেসিস ১৫, থিউনিস ডি ব্রুইন ৬, কুইন্টন ডি কক ২০, ভারনন ফিল্যান্ডার ৮, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ৩, মরনি মরকেল ০; মিচেল স্টার্ক ৫/৩৪, জস হ্যাজলেউড ১/৩১, নাথান লায়ন ৩/৫০, প্যাট কামিন্স ১/৪৭)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২১৩/৯* (৭১.৪ ওভার)
(ক্যামেরন ব্যানক্রফট ৫৩, ডেভিড ওয়ার্নার ২৮, উসমান খাজা ৬, স্টিভেন স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, টিম পেইনে ১৪, প্যাট কামিন্স ১৭*, মিচেল স্টার্ক ৭, নাথান লায়ন ২, জস হ্যাজলেউড ৪*; মরনি মরকেল ৩/৪২, ভারনন ফিল্যান্ডার ০/৩৫, কেশভ মহারাজ ৩/৯৩, কাগিসো রাবাদা ২/২৮, ডেন এলগার ১/১০)।