promotional_ad

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটা?

ক্রিকেট ফিরছে অলিম্পিকে
১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ১৯০০ সালের পরে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে আবারও ফিরতে যাচ্ছে ক্রিকেটের রোমাঞ্চ। বুধবার অলিম্পিকে ক্রিকেট ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। লস অ্যাঞ্জেলেসে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্টে ৬টি করে দল অংশ নেবে।

promotional_ad

যদিও এই ছয় দল কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে তা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের অধীনে মোট ৯৪টি দেশ সহযোগী হিসেবে আছে। আর ১২টি দেশ পূর্ণ সদস্য। আর সহযোগী সব দেশেরই টি-টোয়েন্টি খেলার যোগ্যতা রয়েছে।


আরো পড়ুন

২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম

২৫ মার্চ ২৫
ব্রিসবেন স্টেডিয়াম, যার ডাকনাম গ্যাবা

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অলিম্পিকের বাছাই পর্ব আয়োজন করাও বেশ কঠিন। তাই হয়তো র‍্যাঙ্কিংয়ের হিসেবেই শীর্ষ ছয় দলকে খেলার সুযোগ দেয়া হতে পারে অলিম্পিকে। এমনটা হলে কপাল পুড়তে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলোর।


promotional_ad

কারণ বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ছয়ে নেই বাংলাদেশ ও পাকিস্তানের নারী কিংবা পুরুষ দল। ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। আর পাকিস্তানের ছেলেরা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাতে। আর মেয়েদের র‍্যাঙ্কিংয়ে আটে।


আরো পড়ুন

আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ

২২ মার্চ ২৫
কলকাতার জার্সিতে বরুণ চক্রবর্তী

যদি র‍্যাঙ্কিং অনুযায়ী দল বাছাই করা হয় তবে এর আগেই নির্দিষ্ট সময়সীমা বেধে দেবে আইসিসি। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ছয়ের মধ্যে থাকলেই কেবল অলিম্পিকে অংশ নিতে পারবে দলগুলো। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি বা অলিম্পিক কমিটি।


তবে এক্ষেত্রেও বিপত্তি আছে। যেহেতু যুক্তরাষ্ট্র অলিম্পিকের আয়োজক দেশ, তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে। এ ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচ দলকে দেখা যেতে পারে অলিম্পিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball