১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটা?

ছবি: ক্রিকেট ফিরছে অলিম্পিকে

যদিও এই ছয় দল কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে তা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের অধীনে মোট ৯৪টি দেশ সহযোগী হিসেবে আছে। আর ১২টি দেশ পূর্ণ সদস্য। আর সহযোগী সব দেশেরই টি-টোয়েন্টি খেলার যোগ্যতা রয়েছে।
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অলিম্পিকের বাছাই পর্ব আয়োজন করাও বেশ কঠিন। তাই হয়তো র্যাঙ্কিংয়ের হিসেবেই শীর্ষ ছয় দলকে খেলার সুযোগ দেয়া হতে পারে অলিম্পিকে। এমনটা হলে কপাল পুড়তে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দলগুলোর।

কারণ বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ছয়ে নেই বাংলাদেশ ও পাকিস্তানের নারী কিংবা পুরুষ দল। ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। আর পাকিস্তানের ছেলেরা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাতে। আর মেয়েদের র্যাঙ্কিংয়ে আটে।
আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ
২২ মার্চ ২৫
যদি র্যাঙ্কিং অনুযায়ী দল বাছাই করা হয় তবে এর আগেই নির্দিষ্ট সময়সীমা বেধে দেবে আইসিসি। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে ছয়ের মধ্যে থাকলেই কেবল অলিম্পিকে অংশ নিতে পারবে দলগুলো। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি বা অলিম্পিক কমিটি।
তবে এক্ষেত্রেও বিপত্তি আছে। যেহেতু যুক্তরাষ্ট্র অলিম্পিকের আয়োজক দেশ, তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ পেতে পারে। এ ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের সেরা পাঁচ দলকে দেখা যেতে পারে অলিম্পিকে।