হুমকি দিয়ে বিপদে পিটারসেন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন মজা করে টুইটে হুমকি দিয়েছিলেন উপস্থাপক পিয়ার্স মর্গ্যানকে। এটি ??ত্যি ভেবে পিটারসেনের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার কতৃপক্ষ।
রসিকতা করেই এবার বিপদে পড়লেন পিটারসেন। করোনাভাইরাসের মহামারীর সময়ও খোলা রয়েছে ইংল্যান্ডের পানশালাগুলো। এটা নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন পিটারসেন এবং মর্গ্যান।

এক পর্যায়ে ইংলিশ ব্রডকাস্টারকে ‘চড় দেওয়ার কথা’ রসিকতার ছলে লিখেন পিটারসেন। এই বিষয়টিই ভালোভাবে নেয়নি টুইটার। তারা জানিয়েছে এমন টুইট তাদের নিয়ম বহির্ভূত।
পিটারসেনের অ্যাকাউন্ট বন্ধের পর, মর্গ্যান নিজে টুইট করে জানিয়েছেন, এটা তারা মজার ছলেই করেছিলেন। পিটারসেনের অ্যাকাউন্ট আবারও চালু করার জন্য অনুরোধ করেন তিনি।
এর ঘণ্টা খানেকের মধ্যেই পিটারসেনের অ্যাকাউন্ট আবারও খুলে দেয় টুইটার কতৃপক্ষ। এর পর থেকে হয়তো টুইটার ব্যবহারে আরও সতর্ক হবেন এই সাবেক ইংলিশ ব্যাটসম্যান।