শেষ দুই ম্যাচের জন্য আয়ারল্যান্ডের অপরিবর্তিত দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য স্কোয়াড অপরিবর্তিত রেখেছে আয়ারল্যান্ড। যেখানে ১৪ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন জশ লিটল, লর্কান টাকার এবং মার্ক অ্যাডায়ার।
এই তিন ক্রিকেটারই নতুন হিসেবে আইরিশ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। পেসার স্টুয়ার্ট থমসন কাঁধের ইনজুরিতে পড়ার পর আইরিশ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন মার্ক অ্যাডায়ার।

উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভালো পারফর্ম করায় বাকি ম্যাচগুলোর জন্য জায়গা ধরে রেখেছেন তিনি। আয়ারল্যান্ডের চেয়ারম্যান অফ সিলেক্টর অ্যান্ড্রু হোয়াইট জানান,
'খুবই দুর্ভাগ্য যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছে। আমরা শুধু ইংল্যান্ড আর উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ খেলেছি, তাই নির্বাচকরা চেয়েছে বর্তমান স্কোয়াডটাকে আরও সুযোগ দিতে।
'তাই চলতি সিরিজে তাঁদেরকে আরও ভালো ভাবে পরখ করে দেখতে চাই আমরা। তাদের উপর আস্থা আছে আমাদের, আশা করছি তাঁরা আমাদের সিরিজে ফেরাতে সাহায্য করবে।'
শনিবার উইন্ডিজদের বিপক্ষে সিরিজের চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশের বিপক্ষে ফাইনালের আগে নিজেদের শেষ ম্যাচে লড়বে আইরিশরা।
আয়ারল্যান্ড স্কোয়াডঃ আয়ারল্যা??্ড স্কোয়াড: উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যাঙ্কিন, পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, লর্কান টাকার, গ্যারি উইলসন।