আর্থিক ক্ষতি সত্ত্বেও ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরের আয়োজন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আগেই জানিয়েছে আইপিএল না হলে তাদের ক্ষতি হবে ৪ হাজার কোটি টাকা।
এমন সময় গুঞ্জন উঠেছে আইপিএলের চলতি বছরের আসর মাঠে না গড়ালে আর্থিক ক্ষতি পোষাতে ক্রিকেটারদের বেতন কাটবে বিসিসিআই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ ছাড়া দর্শকশূন্য মাঠে খেলা হলে আইপিএল প্রাণ হারাবে বলে মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক।

তবে বিষয়টিতে সাফ অস্বীকৃতি জানিয়েছেন বোর্ডের ট্রেজারার অরুন ধুমাল। তিনি স্পষ্ট জানিয়েছেন আপাতত তাঁরা খেলোয়াড়দের বেতন কাটার কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না।
অরুন বলেন, 'আমরা এখন পর্যন্ত খেলোয়াড়দের বেতন কর্তন নিয়ে কোনো আলোচনা করছি না। আমরা আশা করছি আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব। এটা সত্য যে, আইপিএল না হলে আমাদের বেশ বড় আর্থিক ক্ষতি হবে। যদি এমন পরিস্থিতি আসে তাহলে তখন আমরা দেখবো। তবে বেতন কাটার বিকল্প কিছু সবার আগে আমরা ভাববো।'
এদিকে করোনার কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের পরই খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর আবার টেস্ট সিরিজ খেলাটা করা কতটা সম্ভবপর হবে তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।