ক্লার্কের মন্তব্যে লক্ষণের বিরোধিতা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আচরণ নিয়ে করা মাইকেল ক্লার্কের মন্তব্যের জবাব দিলেন ভিভিএস লক্ষণ। সাবেক অজি অধিনায়ক ক্লার্কের মন্তব্যের সঙ্গে পুরোপুরি বিরোধিতা করেছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।
লক্ষণ বলেন, “আপনি কোনো ইন্ডিয়ান ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুললেন, এটার মানে এই নয় যে আপনি আইপিএলে চুক্তি করতে পারবেন। উপদেষ্টা হিশেবে আমি যখন নিলামে থাকি এবং ক্রিকেটার বাছাই করি তখন তাদের পারফরম্যান্স দেখি।
এমন ক্রিকেটার আমরা দেখি যারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলে বা ফ্র্যাঞ্চাইজিতে কিছু বিষয় যোগ করতে পারে। কোনো ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বন্ধুত্ব হলেই আইপিএলে জায়গা পাওয়া যায় এটা ভুল ধারণা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের গুণাগুণ দেখেই দলে নেবে।”

কয়েকদিন আগে ক্লার্ক বলেছিলেন, আইপিএলে দল পাওয়ার জন্য ভারতীয় ক্রিকেটারদের সমঝে চলেন অস্ট্রেলিয়ানরা। এ কারণে বিরাট কোহলিকে স্লেজিংও করেন না অনেকে, মন্তব্য করেছিলেন তিনি।
ক্লার্ক বলেন, “আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং সম্ভবত অন্য সব দল, কিছুদিন ধরেই ভারতের বাধ্যগত হয়ে থাকে। কোহলি বা অন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে তারা ভয় পায়, কারণ এপ্রিলেই তো ভারতীয়দের সঙ্গে আইপিএল খেলতে হবে!”
তিনি আরও বলেন, 'কিছু ক্রিকেটারদের ভাবনা থাকে এরকম যে, আমি কোহলিকে স্লেজ করব না। আমি চাই সে আমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সুযোগ দিক, তাহলে ৬ সপ্তাহে এক মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারব।'
গেল বছরের ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ১৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার সেরা পেসার প্যাট কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার আরেক তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
এছাড়াও ন্যাথান কোল্টার-নাইল পান ৮ কোটি রুপির চুক্তি। মার্কাস স্টইনিস ৪ কোটি ৮০ লাখ, কেইন রিচার্ডসন ৪ কোটি, অ্যালেক্স ক্যারি ২ কোটি ৪০ লাখ, মিচেল মার্শ ২ কোটি, জশ হেইজেলউড ২ কোটি ও অ্যান্ড্রু টাই পান ১ কোটি রুপির চুক্তি। এমনকি দল পেয়েছেন ক্রিস গ্রিন, জশ ফিলিপের মতো উঠতি অজি ক্রিকেটাররাও।