কুমিল্লা শিবিরে আবারো নাঈমের আঘাত

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১৪১/৫ (২০ ওভার) (মজিদ ৪৫, চার্লস ২৬; আল-আমিন ২/৩০, ভিসে ২/৩১)
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ৩৩/৩ (৮ ওভার) (মালান ১৫*, সৌম্য ০*; নাঈম ৩/২১)

আবারো নাঈমের আঘাতঃ কুমিল্লা ওয়ারিয়র্সের তিনটি উইকেটই তুলে নিয়েছেন সিলেটের ১৯ বছর বয়সী অফ স্পিনার নাঈম হাসান। সর্বশেষ আট নম্বর ওভারের পঞ্চম বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে নাজমুল হোসেন মিলনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান নাঈম।
নাঈমের ঘূর্ণিতে বিপদে কুমিল্লাঃ ওপেনার ফারদিনকে ফেরানোর পর উপুল থারাঙ্গাকেও ফেরান সিলেটের তরুণ অফ স্পিনার নাঈম হাসান। মাত্র ৪ রান করে নাঈমের বলে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান রিক্রুট থারাঙ্গা।
নাঈমের প্রথমঃ ইনিংসের দুই নম্বর ওভারে বোলিংয়ে এসে ওপেনার ফারদিন হাসান অনিকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সিলেট স্পিনার নাঈম হাসান। মাত্র এক রান করে নাঈমের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন অনি। ফলে মাত্র ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা।
এর আগে প্লে অফের স্বপ্ন জিইয়ে রাখতে জয় পেতেই হবে, এমন সমীকরণের সামনে থেকে আজ সিলেট থান্ডারের বিপক্ষে খেলতে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কুমিল্লার সামনে ১৪২ রানের লক্ষ্য দেয় আন্দ্রে ফ্লেচারের সিলেট।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক ডেভিড মালান। এরপর খেলতে নেমে কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে সিলেট।
দলটির হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪৫ রান করেন ওপেনার আব্দুল মজিদ। একটি ছক্কা এবং দুটি চার মারেন তিনি। এছাড়া জনসন চার্লস এবং ফ্লেচারের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৬ এবং ২২ রান। কুমিল্লার পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন পেসার আল-আমিন হোসেন এবং ডেভিড ভিসে। এছাড়া একটি উইকেট শিকার করেন স্পিনার মুজিব উর রহমান।