promotional_ad

চার্লসকে ফেরালেন আল-আমিন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


সিলেট থান্ডারঃ ৬৫/২ (১০ ওভার) (মজিদ ১৬*, মিঠুন ০*; আল-আমিন ২/১৩) 


আবারো আল-আমিনের আঘাতঃ ফ্লেচারের পর দশ নম্বর ওভারের চতুর্থ বলে জনসন চার্লসকেও নিজের শিকারে পরিণত করেন আল-আমিন। মাহিদুল ইসলাম ??ঙ্কনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৫ বলে ২৬ রান করেন চার্লস। 



promotional_ad

আল-আমিনের প্রথম আঘাতঃ  ইনিংসের ছয় নম্বর ওভারে বোলিংয়ে এসে আন্দ্রে ফ্লেচারকে আবু হায়দার রনির হাতে ক্যাচ বানান কুমিল্লার পেসার আল-আমিন হোসেন। ৪টি চারের সাহায্যে ২৫ বলে ২২ রানের ইনিংস খেলে বিদায় নেন সিলেটের এই ক্যারিবিয়ান দলপতি। 
 
চলতি বিপিএলে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের কারণে দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। অপরদিকে ১১টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পাওয়া সিলেটের এটাই শেষ ম্যাচ।


কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ


ডেভিড মালান (অধিনায়ক), উপুল থারাঙ্গা, মুজিব উর রহমান, ডেভিড ভিসে, সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, ফারদিন হোসেন অনি। 


সিলেট থান্ডার একাদশঃ 



মোহাম্মদ মিঠুন, আব্দুল মজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজি, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, দেলোয়ার হোসেন, আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), জনসন চার্লস, জীবন মেন্ডিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball