সামর্থ্যের পুরোটা না দিয়েও সফল চট্টগ্রাম!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৮ ম্যাচে ৬টি জিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারপরও দলের কোচ পল নিক্সন মনে করছেন, এখনও শতভাগ দিয়ে খেলেনি চট্টগ্রাম। নিজেদের সামর্থ্যের ৬৫-৭০ ভাগ খেলেই সফলতা পেয়েছেন ইমরুল-সিমন্সরা।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে থাকায় নিয়মিতভাবে খেলতে পারছেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েসের হাত ধরে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম। নিক্সনের দাবি, নিজেদের মৌলিক খেলা খেলেই সফল চট্টগ্রাম।

আরেকটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রামের। সামনের ম্যাচগুলোতে দলের আরও ভালো পারফরম্যান্স আশা করছেন সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক। তবে এ জন্য কাউকে চাপ দিচ্ছেন না নিক্সন।
নিক্সন বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের মাত্র ৬৫-৭০ ভাগ দিয়ে খেলেছি। তাতেই সফল হচ্ছি। সফল হওয়াটাই গুরুত্বপূর্ণ। দলের মাঝে অনেক প্রতিযোগিতা আছে।’
‘একেকদিন একেক রকম উইকেটে খেলছে। কোনোদিন সূর্য উঠছে তো কোনোদিন উঠছে না। অনেক সময় উইকেট চমকে দিয়েছে। তারপরও আমরা জিতছি। নিজেদের মৌলিক খেলাটা খেলছে দলের সবাই। চাপের মাঝে থেকে ভালো করছে। সামনে আরও ভালো করবে, কাউকে সেটার জন্য অবশ্য চাপ দিতে চাচ্ছি না।’ যোগ করেন ইংলিশ এই কোচ।