মাঠে ফিরে টস হারলেন মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন এবং রাজশাহী রয়্যালস। বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে ম্যাচটির টস সম্পন্ন হয়েছে। এই ম্যাচে টস জিতেছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।

বিপিএলের এই ম্যাচ দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন মাশরাফি। ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে মাঠে দেখা যায়নি বেশ কয়েক মাস।
একই সঙ্গে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। গত কয়েকটি সিরিজে ব্যাক্তিগত কারণে বাংলাদেশ দলের বাইরে ছিলেন তিনি।
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক). এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, আরিফুল হক (বি), মুমিনুল হক, রকিবুল হাসান, জাকের আলী অনিক, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বী, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, আন্দ্রে রাসেল (অধিনায়ক), শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান।