রংপুরকে উড়িয়ে দিলেন সৌম্য-আল আমিনরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লার দেয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয় মোহাম্মদ নবীর রংপুর।
রংপুরকে এত অল্প রানে গুটিয়ে দেয়ার পেছনে মূল ভূমিকা রাখেন আল-আমিন হোসেন, সৌম্য সরকার এবং সানজামুল ইসলাম। জাতীয় দলের পেসার আল-আমিন ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। আর সৌম্য এবং সানজামুল ২টি করে উইকেট পান।
কুমিল্লার বোলিং তোপে সেভাবে রান করতে পারেননি রংপুরের কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান।

এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক দাশুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে কুমিল্লা। মাত্র ৩১ বলে ৯টি ছক্কা এবং ৩টি চারে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।
দারুণ খেলেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার এবং কুমিল্লার ইংলিশ রিক্রুট ডেভিড মালানও। এক ছক্কা এবং ৪ চারের সাহায্যে ১৮ বলে ২৬ রান করেন সৌম্য। ২৩ বলে ৪টি চারের সাহায্যে ২৫ রান আসে মালানের ব্যাট থেকে।
শানাকা ঝড়ে বল হাতে সুবিধা করতে পারেননি রংপুরের বোলাররা। ৪ ওভার বোলিং করে ২ উইকেট নিলেও সর্বোচ্চ ৩৭ রান খরচ করেছেন পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ছাড়াও ২টি করে উইকেট পান সঞ্জিত সাহা এবং লুইস গ্রেগরি।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৭৩/৭ (২০ ওভার) (শানাকা ৭৫*, সৌম্য ২৬; গ্রেগরি ২/২৫, মুস্তাফিজ ২/৩৭)
রংপুর রেঞ্জার্সঃ ৬৮/১০ (১৪ ওভার) (নাঈম ১৭, শাহজাদ ১৩; আল-আমিন ৩/১৪, সানজামুল ২/৪)