কুমিল্লা-রংপুরের একাদশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রেঞ্জার্স। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে কুমিল্লা।
দল হিসেবে দুটি দলই বেশ গোছানো। রংপুর রেঞ্জার্স দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী ও সঞ্জিত শাহা।
রংপুরের একাদশে জায়গা হয়নি আরাফাত সানির। একাদশে নেই আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেনও।

এ ছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সে আছেন সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান ও ফারদিন অনি।
কুমিল্লার একাদশে জায়গা হয়নি পেসার সুমন খান, ফারদিন হোসেন, রবিউল ইসলাম এবং ইরফান হোসেনদের।
রংপুর রেঞ্জার্সঃ
মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, লুইস গ্রেগরি, জুনাইদ খান, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জহুরুল ইসলাম, জাকির হাসান এবং সঞ্জিত সাহা।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ
মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, আল আমিন, ইয়াসির আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি এবং মাহিদুল অঙ্কন।