বিপিএল রিটেনশনে বড় চমক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর আগামী ৫ জানুয়ারি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। আজ বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনা সভা শেষে একথা জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিপিএলকে এগিয়ে নিতে প্রতি মাসেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে তারা বসবেন বলেও নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা।
"বিপিএলকে এগিয়ে নেয়ার জন্য আমরা প্রায়ই এরকম মিটিং করবো এমন সিদ্ধান্ত হয়েছে। অন্ততপক্ষে আমরা যেন প্রতি মাসে একবার একসাথে বসতে পারি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিরা। তাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। এগুলো আমরা ঠিক করতে পারবো।"
বিপিএলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু স্থানীয় ক্রিকেটারদেরই ধরে রাখতে পারতো। এবার তারা বিদেশী খেলোয়াড়দেরও ধরে রাখতে পারবে। স্থানীয় ও বিদেশী মিলিয়ে মোট ৪ জন খেলোয়াড়কে প্রতিটি দল ধরে রাখতে পারবে।

"৫ জানুয়ারি শুরু হয়ে বিপিএলের ষষ্ঠ আসর চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে স্থানীয় ও বিদেশি মিলে ৪ জন থাকবে। এক্ষেত্রে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে চারজনই স্থানীয় কিংবা সমান সংখ্যক বিদেশি প্লেয়ার ধরে রাখতে পারবে। চারজন দেশী অথবা বিদেশী খেলোয়াড়কে রিটেইন করতে পারে এটা তাদের (ফ্র্যাঞ্চাইজি) সিদ্ধান্ত। তবে সবকিছুই এখনও সুপারশের আকারে আছে। আমরা এটা বোর্ডের মিটিংয়ে তুলবো। তখন বোর্ড থেকে অনুমতি নেয়া হবে।"
প্রথমে চলতি বছরের নভেম্বরে বিপিএলের ষষ্ঠ আসর আয়োজন করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে তা পিছিয়ে নেয়া হয়েছে ৫ জানুয়ারি। তবে জাতীয় নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বিপিএলের তারিখও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
"যতটুকু জানতে পেরেছি ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন হওয়ার কথা। এটা ভেবেই আমরা তারিখ নির্ধারণ করেছি ৫ জানুয়ারি। যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যায় তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে বিপিএল শুরুর তারিখ সমন্বয় করে নেব।"