promotional_ad

তামিম-আকমলের রেকর্ড জুটিতে জালমির দাপুটে জয়

promotional_ad
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে তামিম ইকবালের পেশওয়ার জালমি।

টসে জিতে আগে ব্যাট করে ১৭.২ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় লাহোর কালান্দার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ছোটো লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় জালমি।

জালমির হয়ে কামরান আকমল ৫৭ ও তামিম ইকবাল ৩৭ রান করে অপরাজিত থাকেন। জয় পাওয়ার পথে এই দুজনে জালমির হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন।

এদিকে এই ছোটো লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে পেশওয়ার জালমির দুই ওপেনার তামিম ইকবাল ও কামরান আকমল শুরু থেকেই চাপ সামলে দেখে শুনে শুরু করেন।

দেখেশুনে খেলতে থাকা জালমি ৭.৫ ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে। তারপর মাত্র ৪৪ বলে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নেন ওপেনিংয়ে তামিমের সঙ্গী কামরান আকমল। কোনো উইকেট না হারিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুজনে।

এর আগে এই ম্যাচে টসে জিতে সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্স অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। আগে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পায় লাহোর। শুরু থেকেই দুই ওপেনার ম্যাককালাম ও ফখর জামান দারুণ খেলতে থাকেন।

ম্যাককালাম-ফখরের ওপেনিং জুটি থেকে এসেছে ৪২ রান। ১৫ রান করা লাহোর অধিনায়ক ম্যাককালামকে কট এন্ড বোল্ড করে আউট করেছেন জালমি পেসার হাসান আলী।

আরেক ওপেনার ফখর জামান ৩০ রান করে আউট হয়েছেন লিয়াম ডওসনের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে। তার ঠিক পরের বলেই ডওসন লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন দীনেশ রামদিনকে।

১৩ রান করা আঘা সালমানকে কামরান আকমলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন জালমির আরেক পেসার সামিন গুল। ১২ রান করা সোহেল আখতারকে স্মিথের ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকার  তুলে নিয়েছেন ডওসন।

সুনীল নারিন ৩ রান করে বোল্ড হয়ে আউট হয়েছেন হাসান আলীর বলে। লাহোরের ব্যাটিং তারকা উমর আকমল ১৫ রান করে রান আউট হয়ে ফিরেছেন সোহেল খানের সাথে ভুল বোঝাবুঝিতে।

সোহেল খান ৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরেছেন ওয়াহাব রিয়াজের বলে। কোনো রান না করেই ইয়াসির শাহ ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ডওসনের হাতে।

নবম উইকেটের পতনের পর ব্যাট হাতে নামেন মুস্তাফিজুর রহমান। লাহোরের শেষ ব্যাটসম্যান হিসেবে সালমান ইরশাদ হাসান আলীর বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হলে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় মুস্তাফিজের দল।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball