তামিমকে ডিঙিয়ে আকমলের ঝড়ো অর্ধশতক

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগার ওপেনার তামিম ইকবালের পেশওয়ার জালমির বিপক্ষে মাত্র ১০০ রানে গুটিয়ে গেছে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
এই মাঝারি লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছেন পেশওয়ার জালমির দুই ওপেনার তামিম ইকবাল ও কামরান আকমল। শুরু থেকেই চাপ সামলে দেখে শুনে শুরু করেন এই দুই ওপেনার।
দলীয় সপ্তম ওভারে বোলিংয়ে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে এই পেসার খরচ করেন মাত্র ৪ রান। এরপর, ৭.৫ ওভারে জালমির দলীয় অর্ধশতক পূরণ হয়।
তারপর মাত্র ৪৪ বলে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন তামিমের সঙ্গী কামরান আকমল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পেশওয়ার জালমির সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৯ রান।
এর আগে এই ম্যাচে টসে জিতে সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্স অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ইনজুরির কারণে এই ম্যাচ খেলছেন না জালমির নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি।

স্যামির বদলে এই ম্যাচে জালমির হয়ে অধিনায়কত্ব করছেন পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ। আগে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পায় লাহোর। শুরু থেকেই দুই ওপেনার ম্যাককালাম ও ফখর জামান দারুণ খেলতে থাকেন।
ম্যাককালাম-ফখরের ওপেনিং জুটি থেকে এসেছে ৪২ রান। ১৫ রান করা লাহোর অধিনায়ক ম্যাককালামকে কট এন্ড বোল্ড করে আউট করেছেন জালমি পেসার হাসান আলী।
আরেক ওপেনার ফখর জামান ৩০ রান করে আউট হয়েছেন লিয়াম ডওসনের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে। তার ঠিক পরের বলেই ডওসন লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন দীনেশ রামদিনকে।
১৩ রান করা আঘা সালমানকে কামরান আকমলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন জালমির আরেক পেসার সামিন গুল। ১২ রান করা সোহেল আখতারকে স্মিথের ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকার তুলে নিয়েছেন ডওসন।
সুনীল নারিন ৩ রান করে বোল্ড হয়ে আউট হয়েছেন হাসান আলীর বলে। লাহোরের ব্যাটিং তারকা উমর আকমল ১৫ রান করে রান আউট হয়ে ফিরেছেন সোহেল খানের সাথে ভুল বোঝাবুঝিতে।
সোহেল খান ৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরেছেন ওয়াহাব রিয়াজের বলে। কোনো রান না করেই ইয়াসির শাহ ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ডওসনের হাতে। নবম উইকেটের পতনের পর ব্যাট হাতে নামেন মুস্তাফিজুর রহমান।
লাহোরের শেষ ব্যাটসম্যান হিসেবে সালমান ইরশাদ হাসান আলীর বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হলে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় মুস্তাফিজের দল।
পেশওয়ার জালমি একাদশঃ কামরান আকমল, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ড্যারেন স্মিথ, সাব্বির রহমান, লিয়াম ডওসন, খালিদ উসমান, ওয়াহাব রিয়াজ, উমাইদ আসিফ, হাসান আলী ও সামিন গুল।
লাহোর কালান্দার্স একাদশঃ উমর আকমল, ফখর জামান, ব্র্যান্ডন ম্যাককালাম, আঘা সালমান, দীনেশ রামদিন, সোহেল আখতার, ইয়াসির শাহ, সালমান ইরশাদ ও মুস্তাফিজুর রহমান।