জালমির বোলারদের দাপটে ব্যাকফুটে মুস্তাফিজরা

ছবি:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টাইগার ওপেনার তামিম ইকবালের পেশওয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে সিদ্ধান্ত নিয়েছেন লাহোর কালান্দার্স অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ইনজুরির কারণে এই ম্যাচ খেলছেন না জালমির নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি।
স্যামির বদলে এই ম্যাচে জালমির হয়ে অধিনায়কত্ব করছেন পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ। আগে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পায় লাহোর। শুরু থেকেই দুই ওপেনার ম্যাককালাম ও ফখর জামান দারুণ খেলতে থাকেন।
ম্যাককালাম-ফখরের ওপেনিং জুটি থেকে এসেছে ৪২ রান। ১৫ রান করা লাহোর অধিনায়ক ম্যাককালামকে কট এন্ড বোল্ড করে আউট করেছেন জালমি পেসার হাসান আলী।

আরেক ওপেনার ফখর জামান ৩০ রান করে আউট হয়েছেন লিয়াম ডওসনের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে। তার ঠিক পরের বলেই ডওসন লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন দীনেশ রামদিনকে।
১৩ রান করা আঘা সালমানকে কামরান আকমলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন জালমির আরেক পেসার সামিন গুল। ১২ রান করা সোহেল আখতারকে স্মিথের ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকার তুলে নিয়েছেন ডওসন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাহোরের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৩ রান।
পেশওয়ার জালমি একাদশঃ কামরান আকমল, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ড্যারেন স্মিথ, সাব্বির রহমান, লিয়াম ডওসন, খালিদ উসমান, ওয়াহাব রিয়াজ, উমাইদ আসিফ, হাসান আলী ও সামিন গুল।
লাহোর কালান্দার্স একাদশঃ উমর আকমল, ফখর জামান, ব্র্যান্ডন ম্যাককালাম, আঘা সালমান, দীনেশ রামদিন, সোহেল আখতার, ইয়াসির শাহ, সালমান ইরশাদ ও মুস্তাফিজুর রহমান।