বাঁচা মরার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি বাংলাদেশ

ছবি:

নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। তবে, ম্যাচের আগে বাংলাদেশ দলে প্রশান্তি বিরাজ করছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ফেরার কারণে।
ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে নামতে চলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ফেরাই বাংলাদেশ দলের বাঁচা মরার ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বলে বিশ্বাস টাইগার টিম ম্যানেজমেন্টের। তাছাড়া, আগের ম্যাচে রেকর্ড রান তাড়া করে লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়ায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন। টানা দুই ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল।
তবে টাইগারদের চিন্তার মুল কারন বোলিং। কারন রুবে হোসেন ছাড়া আর কেউই চলতি সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তবে এই ম্যাচে যেহেতু নতুন পিচে খেলা তাই সুংয়ের আশা ক্রুছে দুই দলই। তাই এই ম্যাচে জ্বলে ওঠার সম্ভাবনা আছে টাইগার পেসারদের।
এদিকে, নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাস তলানীতে লঙ্কানদের। তাছাড়া, স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষেধাজ্ঞা রয়েছে লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালের। ফলে টাইগারদের বিপক্ষেও মাঠে নামা হচ্ছে না তার।

লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই ম্যাচেও তাদের বড় নজর থাকবে স্লো ওভার রেটের দিকে। বাংলাদেশের মতো লঙ্কানদেরও চিন্তার মূল কারণ বোলিং।
কারণ দুশমান্থ চামিরা ও নুয়ান প্রদীপ তাদের বোলিং লেংথ ঠিক রাখতে পারছেন না। আকিলা ধনঞ্জরা ও থিসারা পেরেরাও নিজেদের কাজটা ঠিকভাবে পালন করতে পারছেন না। তবে, ব্যাটসম্যানদের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাস দিচ্ছে দলটিকে।
বাংলাদেশ দলে যদি সাকিব ফেরেন তাহলে দলকে তারই নেতৃত্ব দেয়ার কথা। আর সাকিবকে দলে জায়গা দিয়ে, ছেঁটে ফেলা হতে পারে অলরাউন্ডার নাজমুল ইসলাম অপুকে। তাছাড়া সাব্বির রহমানের বদলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যেতে পারে পেস বোলিং অল রাউন্ডার আরিফুল হক।
পিচ ও কন্ডিশনঃ এই ম্যাচে খেলা হবে সম্পূর্ণ নতুন এক উইকেটে। তারপরও এই ম্যাচেও উইকেট বরাবরের মতো ব্যাটিং সহায়ক হবে বলে আশা করা যায়। তবে, এই উইকেটে পেস বোলারদের জন্য একটু বেশি সুইং আশা করা যাচ্ছে। আবহাওয়া বার্তায় শুক্রবার কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুই দলকেই বৃষ্টির কথা মাথায় রাখতে হচ্ছে।
বাংলাদেশ একাদশ সম্ভাব্যঃ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান/আরিফুল হক, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার।
শ্রীলঙ্কা একাদশ সম্ভাব্যঃ
দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, জীভন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা ও নুয়ান প্রদীপ।