ভারতের বৈচিত্রময় বোলিং ভাবাচ্ছে মাহমুদুল্লাহকে

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররাই। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছিলেন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর।
ভারতীয় বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট উইকেট নিয়েছিলেন তিনটি। মিতব্যয়ী বোলিংয়ে পেসার শার্দুল ঠাকুর ১ উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষেও ভারতের জয়ের নায়ক বোলাররাই। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা শার্দুল। অন্য দুই পেসারও দখল করেছেন ১টি করে উইকেট।
চলতি সিরিজে শুধু ভারতীয় পেসারাই নয়। আলো ছড়াচ্ছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চেহেলরাও। ১৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার সুন্দর নতুন বল হাতে আটকে রাখছেন রান। পাশাপাশি উইকেটও নিয়েছেন চারটি। লেগ স্পিনার চেহেল গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়ে অন্যদের ভালোই সঙ্গ দিচ্ছেন।

ভারতের মুখোমুখি হওয়ার আগে তাদের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। গতি ও বৈচিত্রে দুর্দান্ত ভারতীয় বোলাররাই এখন টাইগার অধিনায়কের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মাহমুদুল্লাহ জানিয়েছেন, “ওদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, যেভাবে তারা বোলিং করছে। ওদের পুরো বোলিং ইউনিটই গতি বৈচিত্র খুব ভালো ভাবে করতে পারছে। শুধু পেসাররা নয়, স্পিনাররাও।"
ভারতীয় বোলারদের বৈচিত্রময় গতি সামলানোই এখন টাইগারদের প্রধাণ লক্ষ্য, "ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল প্রায়ই অনেক মন্থর বল করছে, টার্নও করছে বল। পেসাররাও গতির হেরফের খুব ভালো করছে। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।”