বরিশালের হয়ে খেলতে আসছেন প্রিটোরিয়াস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দারুণ ছন্দে আছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচ খেলে ৭টিতেই জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। এরই মধ্যে তারা প্লে অফ নিশ্চিত করেছে।
যদিও শেষ চারে দলের বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাবে না বরিশাল। এর মধ্যে রয়েছেন ইনফর্ম ব্যাটার ইফতিখার আহমেদ। এরই মধ্যে চলে গেছেন হায়দার আলী।

তাদের শূন্যতা পূরণ করতে তারা দলে ভিড়িয়েছে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে। প্লে অফের ম্যাচগুলোতে খেলতে প্রোটিয়া পেসার ডুয়াইন প্রিটোরিয়াসকে দলে নিয়েছে তারা।
এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে দলটির একটি সূত্র। এ ছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও ফিরে যাচ্ছেন। অবশ্য তাকে বরিশাল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাচ্ছে।
বরিশালের হয়ে বিপিএলের বাকি অংশেও দেখা যাবে চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাতকে। আরও বেশ কয়েকজনের সঙ্গে দলটির কথা বার্তাও চলছে।
দলের প্লে অফ নিশ্চিত করে বরিশালের অধিনায়ক সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।