promotional_ad

ভারতে দুই অধিনায়ক তত্ত্ব কাজে দেবে না : কপিল 

ছবি: সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অধিনায়ক হিসেবে রঙিন পোশাকে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পাননি বিরাট কোহলি। তবে তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা খুব একটা ছিল না। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে না পারায় সমালোচনার ‍মুখে পড়তে হয় কোহলিকে।


আর এদিকে আইপিএলে দলকে পাঁচবার শিরোপা জিতিয়ে অধিনায়কত্বের প্রশ্নে আলোচনায় আসেন ওপেনার রোহিত শর্মা। অনেকেই মনে করেন সাদা বলের অধিনায়কত্বের দায়িত্বটা তার কাঁধেই তুলে দেয়া উচিত। চলতি বছর মুম্বাই ইন্ডিয়ান্সকে রোহিত পঞ্চম শিরোপা জেতানোর পর এই আলোচনা আরও জোরালো হয়। 


promotional_ad

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন ভারতীয় সংস্কৃতিতে দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক দেয়া কাজে আসবে না। বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে গেলে তাকেই অধিনায়ক রাখার পক্ষে তিনি। 


কপিল বলেন, 'আমাদের সংস্কৃতিতে এটা সেভাবে কাজে দেবে না। একটি কোম্পানিতে কি দুজন প্রধান নির্বাহী থাকতে পারে? কোহলি যদি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যায়, তাহলে সে যথেষ্টই ভালো। তাকে থাকতে দেওয়া হোক। যদিও আমার চাওয়া অন্যরা এগিয়ে আসুক, কিন্তু কাজটা কঠিন।'


ফরম্যাট আলাদা হলেও দুই ফরম্যাটে বেশির ভাগ ক্রিকেটার একই থাকে। এই কারণেই দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকাটা ক্রিকেটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে বলে মনে করেন কপিল। 


তিনি বলেন, 'সংস্করণ আলাদা হলেও আমাদের শতকরা ৮০ ভাগ বা ৭০ ভাগ ক্রিকেটার ওই একই। আলাদা অধিনায়কের ভিন্ন ভিন্ন তত্ত্ব ক্রিকেটাররা পছন্দ করে না। অধিনায়কের ওপর ভরসা করে, এমন ক্রিকেটাররা এটাতে বিভ্রান্ত হতে পারে। অনেকে মনে করতে পারে, সে আমাদের টেস্ট অধিনায়ক, তাকে বিরক্ত করা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball