হতাশা ঘিরে ধরেছিল যাদবকে

ছবি: ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন অষ্ট্রেলিয়া সফরের দলে ডাক না পাওয়ায় বেশ হতাশ হয়ে পরেছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। যদিও দলে জায়গা না পেয়ে অবাক হননি তিনি।
গত কয়েকবছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম ধারাবাহিক পারফর্মার সূর্যকুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা ব্যাটসম্যানও তিনি। দলটির হয়ে খেলা সদ্য সমাপ্ত আইপিএলেও অসাধারণ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
পুরো টুর্নামেন্ট জুড়ে ৪০ গড়ে মোট ৪৮০ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৪৫.০১। মুম্বাইয়ের পঞ্চম শিরোপা জয়েও তাঁর ভূমিকা ছিল অসামান্য। এমনকি সৈয়দ মোস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির সর্বশেষ আসরেও বেশ প্রতিশ্রুতিশীল ব্যাটিং করেছিলেন সূর্যকুমার।

২০১০ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫ শত রান সংগ্রহ করেছেন তিনি। পারফরম্যান্স বলে তাই আসন্ন অষ্ট্রেলিয়া সফরে ভারতে দলে অবধারিত ডাক পাওয়ার কথা ছিল ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
কিন্তু দলে ডাক না পেলেও অবাক হননি তিনি। বরং কিছুটা হতাশ ছিলেন। এ বিষয়ে সূর্যকুমার বলেন, 'আমি মোটেও অবাক হয়নি। অষ্ট্রেলিয়া সফরের জন্য আমাকে দলে না নেয়ায় আমি কিছুটা হতাশ ছিলাম। আমি মনে করি, আমি অনেক ভালো ব্যাটিং করেছিলাম এবং দলের প্রয়োজনে আমি যথাসম্ভব রান করেছিলাম।'
ভারতের যেদিন দল ঘোষণা করা হয় তখন আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন সূর্যকুমার। সেদিন ছুটি থাকায় জিমে ঘাম ঝড়াচ্ছিলেন তিনি। দলে ডাক না পাওয়ায় হতাশ হয়ে আর অনুশীলনই সম্পূর্ণ করেননি বলেও জানান এই ব্যাটসম্যান।
এ বিষয়ে তিনি বলেন, 'আমার মনে আছে আমি জিমে অনুশীলন করছিলাম। কারন ঐ দিন আমাদের ছুটি ছিল। আমি জানতাম ঐ দিন দল ঘোষণা করা হবে তাই আমি ভেবেছিলাম আমার বরং অনুশীলন করাই ভালো হবে। যাতে আমি আমার মনকে অন্যদিকে পরিচালনা করতে পারি।'
তিনি আরো যোগ করেন, 'আমি এই বিষয়ে চিন্তা করে আমার মনকে বিরক্ত করতে চাইনি। তাই আমি জিমে ছিলাম এবং সত্যি বলতে যখন দল ঘোষনা করা হয় তখনও আমার জিম শেষ হয়নি। কিন্তু আমি হতাশ থাকায় আর অনুশীলন করিনি।'