আবারও জুয়াড়িদের কালো ছায়ায় আইপিএল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতি আসরেই ব্যাপকভাবে সক্রিয় থাকে জুয়াড়িরা। এবারের আসরটি এর ব্যতিক্রম নয়। টুর্নামেন্টের ভেন্যু বদল হলেও জুয়াড়িদের সম্পৃক্ততা কমেনি তেমন।
রবিবার (১১ অক্টোবর) আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে জুয়ার আসর বসানোয় ছয় জন ব্যক্তিকে গ্রেফতার করেছে ইন্দোর পুলিশ। জানা গেছে প্রদেশটির রাজেন্দ্র নগর এলাকায় জুয়া খেলছিল এই ব্যক্তিরা।

ইন্দোর পুলিশের দেয়া তথ্যমতে এই ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শিব সাগর কলোনি থেকে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং ইলেক্ট্রনিক সামগ্রী সহ ৭৫ হাজার রুপি পাওয়া গেছে।
এই প্রসঙ্গে স্টেশন হাউজ অফিসার অম্রিতা সিং সোলানকি বলেছেন, '১৮টি মোবাইল, ইলেক্ট্রনিক গ্যাজেট এবং নগদ অর্থ মিলিয়ে ৭৫ হাজার রুপি জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।'
এর আগে বেঙ্গালুরুর তিনটি জায়গায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছিল ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। তাদের কাছে থেকে ৬টি মোবাইল ফোন ও ৫ লাখ রুপি উদ্ধার করে তারা।
বেঙ্গালুরুর পুট্টেনাহল্লি, কোনানাকুন্তে এবং বাইতরণায়ণপুর এলাকায় মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের চারজনকে গ্রেফতার করে সিসিবি।