ধোনিকে অসম্মান করায় আমরাও লজ্জিত: বাশার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা কম নয় মোটেই। ম্যাচের কঠিন সময়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারদর্শী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভক্ত সংখ্যাও অনেক এদেশে।
তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরেও একটা সময় এই ধোনিকে নিয়েই বিদ্রূপাত্মক ছবি প্রকাশ করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনো টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাটারে মাথা অর্ধেক ন্যাড়া হওয়ার ছবি আবার কখনো তাসকিন আহমেদের হাতে ধোনির কাটা মাথার ছবি ছাপিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন বাংলাদেশেরই কতিপয় সমর্থক।
এরূপ ঘটনায় শুধু ভারতেরই নয়, বরং বাংলাদেশেরও অনেক ক্রিকেটারের লজ্জায় মাথা অবনত হয়েছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনও রয়েছেন এই তালিকায়।

সম্প্রতি কলকাতার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে ধোনির বিতর্কিত এই ঘটনার স্মৃতিচারণ করেন বাশার। তিনি বলেন, 'সত্যি বলতে এটা নিয়ে আমরাও লজ্জিত। ধোনির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু দারুণ সম্পর্ক।'
মাঠে কিংবা মাঠের বাইরে কখনো অন্য কাউকে অসম্মান করেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। প্রতিপক্ষের জন্য সবসময়ই অকুণ্ঠ শ্রদ্ধা ঝড়ে পড়েছে তাঁর কণ্ঠে। আর সেকারণে ধোনির ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করতে ভুলেননি বাশার।
তাঁর ভাষ্যমতে, 'ধোনি মানুষ হিসেবেও দারুণ। সে কিন্তু এমন নয় যে মাঠে স্লেজ করবে, উল্টোপাল্টা মন্তব্য করবে। ও কখনও অন্য দলের সম্পর্কে খারাপ কথাও বলে না। মাঠে বা মাঠের বাইরে কখনও দেখিনি কাউকে অসম্মান করেছে। কখনও বিপক্ষ নিয়ে শ্রদ্ধার অভাব দেখা যায়নি।'
ধোনিকে যারা অসম্মান করেছে তাদের বিরুদ্ধেও কথা বলেছেন বাশার। সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটের প্রতি অজ্ঞতা থাকার কারণেই এসব বিতর্ক সৃষ্টি করতে পেরেছে তারা। তবে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ধোনির মর্যাদা অনেক বেশি বলেও উল্লেখ করেছেন তিনি।
বাশার বলেন, 'এই যে কান্ডগুলোর কথা আপনি বললেন, সেগুলো কিছু বোকা লোকের কাজ। যারা ক্রিকেট কখনও দেখেনি, বোঝেও না। তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। বাংলাদেশের ক্রিকেটমহলে ধোনির প্রতি বরং একটা শ্রদ্ধাই রয়েছে। এটা যাঁরা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, তাঁরা সবাই জানে।'