৫৫ জনেও জায়গা মেলেনি হেলসের!

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ইংল্যান্ড। এ জন্য অনুশীলন ক্যাম্পও শুরু করতে যাচ্ছে তারা। ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্পের ৫৫ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে জায়গা হয়নি অ্যালেক্স হেলসের!
২০১৯ বিশ্বকাপের আগে শৃঙ্খলা ভঙ্গ করে পুরো দলের চক্ষুশূল হয়েছিলেন হেলস। আগ্রাসী এই ওপেনারকে দলে না নিয়েই শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

যদিও ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ডের পোশাকে দ্রুতই হয়তো ফিরতে পারেন হেলস। সেই সম্ভাবনা অবশ্য কয়েকদিন আগেই উড়িয়ে দেন দলটির সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগান।
মরগান বলেন, “আমি অ্যালেক্সের সঙ্গে কথা বলেছি। অবশ্যই তার ফেরার পথ আমি দেখছি। ব্যাপারটা যখন বিশ্বাসভঙ্গের, সময়ই কেবল তা নিরাময় করতে পারে।
কেবল ১২ থেকে ১৩ মাস হয়েছে ঘটনাটির। এটা আমাদের চার বছরের পরিশ্রমকে বিফল করে দিতে পারত। যা বিশ্বকাপ অভিযানকে লক্ষ্যচ্যূত করতে পারত, তাই তার ফিরতে আরও সময়ের প্রয়োজন।”
হেলস ছাড়াও এই ক্যাম্পে জায়গা হয়নি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য লিয়াম প্লাঙ্কেটের। তাঁর বাদ পরাটা অবশ্য অনুমিতই ছিল। গত বিশ্বকাপের পর বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েন ৩৫ বছর বয়সী এই পেসার।