স্টিভ ওয়াহকে ‘স্বার্থপর’ বললেন ওয়ার্ন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহকে 'স্বার্থপর ক্রিকেটার' বললেন তাঁর একসময়কার সতীর্থ, আরেক কিংবদন্তি শেন ওয়ার্ন। ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ওয়ার্নের মতে, স্টিভ ওয়াহ তার ক্যারিয়ারে অনেক বেশি রান আউট হয়েছেন এবং তাঁর কারণে দলের অন্য ব্যাটসম্যানরাও রান আউট হয়েছে!
গত শুক্রবার (মে ২৫) এক টুইট বার্তায় একটি ভিডিও পোস্ট করে ওয়ার্ন লেখেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে স্টিভ ওয়াহ ১০৪বার রান আউট হন। তার ব্যাটিং সঙ্গী ৭৩ বার রান আউটের শিকার হয়। এখানে সেই ভিডিওগুলো দিলাম।’

মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, ‘তার রেকর্ড দেখে আমি ১০০০ বার বলব এটা! তবে আমি তাকে ঘৃণা করি না।
সম্প্রতি আমি আমার সর্বকালের সেরা অস্ট্রেলিয়া একাদশে তাকে রেখেছি। তবে আমি যাদের সঙ্গে ক্রিকেট খেলেছি তাদের মধ্যে স্টিভ ওয়াহ-ই স্বার্থপর ক্রিকেটার।’
কিছুদিন আগে নিজ পছন্দের অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট একাদশ টুইটারে পোস্ট করেন ওয়ার্ন। এই একাদশে জায়গা পাওয়া সিংহভাগ ক্রিকেটারই ওয়ার্নের সঙ্গে খেলেছেন।
ওয়ার্নের সর্বকালের অস্ট্রেলিয়া সেরা টেস্ট একাদশ: ম্যাথু হেইডেন, মাইকেল স্ল্যাটার, রিকি পন্টিং, মার্ক ওয়াহ, অ্যালান বোর্ডার (অধিনায়ক), স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), টিম মে, জেসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রা ও ব্রুস রেইড।